সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৯
জকিগঞ্জে নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মীর মো. আব্দুন নাসের। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে তিনি জকিগঞ্জ থানায় যোগদান করে বিদায়ী ওসি হাবিবুর রহমান হাওলাদারের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
মীর মো. আব্দুন নাসের জকিগঞ্জ থানায় আগমন করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, বিদায়ী ওসি হাবিবুর রহমান হাওলাদার, ওসি (তদন্ত) সালাহ উদ্দিন, সেকেন্ড অফিসার সৈয়দ ইমরোজ তারেক, সাব-ইন্সপেক্টর কল্লোল গোস্বামী প্রমুখ।
১ জুলাই জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদারকে পুলিশ সদর দপ্তর থেকে রংপুর রেঞ্জে বদলী করা হয়।
তিনি ২০১৬ সালের ২৯ নভেম্বর জকিগঞ্জ থানায় যোগদান করে দীর্ঘ আড়াই বছর কর্মরত ছিলেন। বদলী আদেশের প্রায় এক মাস পর গত বৃহস্পতিবার সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এক অফিস আদেশে নতুন ওসি মীর মো: আব্দুন নাসেরকে জকিগঞ্জ থানার ওসি হিসেবে যোগদানের আদেশ প্রদান করেন। এর আগে তিনি সিলেট পুলিশের মাধক বিরোধী সেলের ইনচার্জের দায়িত্বে ছিলেন।
নবাগত ওসি মীর মো. আব্দুন নাসের যোগদান করে এক প্রতিক্রিয়ায় মাদক নির্মূল ও জকিগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে সকলের দোয়া প্রত্যাশা করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd