সবার সহযোগিতা ডেঙ্গুকে আমরা ধমন করবো: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৯

সবার সহযোগিতা ডেঙ্গুকে আমরা ধমন করবো: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘গুজবে বিশ্বাস করার কোনো মানে নেই। এগুলো ননসেন্স, ভোগাস। ছোটবেলা থেকে শুনে আসছি কল্লাকাটার কথা । কই, তাতো কোনদিনই বাস্তব হয়নি। চাঁদে সাঈদীর মুখ দেখা যায়, পদ্মা সেতুতে কল্লা লাগবে, এসব যারা প্রচার করে তারা মুর্খ। আমরা জ্ঞান-বিজ্ঞানের বিশ্ববিদ্যালয় করছি। এখানে কুসংস্কারের শিক্ষা নয়, বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষা প্রদান করা হয়। আজকের শিক্ষার্থীদের এসব গুজবকে প্রত্যাখান করতে হবে। ভালো করে পড়াশুনা করতে হবে। সামনে অনেক ভালো দিন আছে।’

আজ শুক্রবার সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্য অপটিমিস্টস কর্তৃক আয়োজিত চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রাম শীর্ষক এই অনুষ্ঠানে সংগঠনের পরিচালক মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এসময় মন্ত্রী মান্নান ডেঙ্গু জ্বর সম্পর্কে বলেন, ‘এ দেশে একসময় কলেরা, ডায়রিয়া, গুটিবসন্তের মতো মহামারি রোগ ছিল। আজ তা নির্মূল হয়ে গেছে। ডেঙ্গুও এ দেশে থাকবে না। সবার সহযোগিতা ডেঙ্গুকে আমরা দমন করবো।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘কোনো কাজ ছোট নয়। ডিসির কাজ আর রিকশাওলার কাজের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা দরিদ্র, অসহায়, গরীব শব্দ পরিহার করি। বৈষম্যহীন বাংলাদেশ গড়বো। শিক্ষা খাতে বাজেটের সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী চান এ খাতে যাতে আরো বরাদ্দ দেয়া হয়। শিক্ষার্থীদের কেবল জিপিএর জন্য নয়, ভালো মানুষ আর সুন্দর চরিত্র গঠনের জন্যে পড়াশুনা করতে হবে।’

সাংবাদিক খলিল আহমদের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান, সংগঠনের প্রকল্প পরিচালক অধ্যক্ষ পরিমল কান্তি দে প্রমুখ।

এসময় জেলার ষষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত ৪৬ জন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৪ হাজার ৪০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়। ২০১৫ সালে থেকে বছরে দুই বার এই অর্থ শিক্ষার্থীদের প্রদান করে আসছে সংস্থাটি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2019
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..