সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৯
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাসের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে নগর ভবনে মেয়রের কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতীয় অর্থায়নে নগরীতে চলমান বিভিন্ন প্রকল্প বাস্তবায়নসহ পারস্পারিক শিক্ষা বিনিময় ও বিভিন্ন উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাসের সাথে আমার সৌজন্য বৈঠক হয়েছে। বৈঠকে ভারত সরকারের অর্থায়নে সিলেট নগরীতে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে কথা হয়েছে। সিলেট সিটি করপোরেশনে ভারত সরকারের আরো উন্নয়ন সহায়তা কামনা করে মেয়র আরিফ রিভা গাঙ্গুলীকে বলেছেন, ‘ভারত -বাংলাদেশ যৌথ উদ্যোগে কয়েকটি উন্নয়ন কাজের ক্ষেত্র সম্প্রসারিত করার কথা বলেছি এবং তিনি সে সব ক্ষেত্রে ভারত সরকারকে সম্মত করানোর কথা জানিয়েছেন’। বৈঠকে এছাড়া শিক্ষা বিনিময় নিয়েও বিস্তর আলোচনা করেন তারা।
এর আগে ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস বিকেল সাড়ে ৩টায় নগরভবনে আসলে স্বাগত জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় মেয়র আরিফুল হক চৌধুরী ফুলের তোড়া উপহার দিয়ে স্বাগত জানান ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাসকে। পরে মেয়র আরিফুল হক চৌধুরী ভারতীয় হাইকমিশনারকে সৌজন্য উপহার প্রদান করেন। ভারতীয় হাইকমিশনারও মেয়রকে উপহার দেন। পরে তারা এক সৌজন্য বৈঠকে মিলিত হন।
বৈঠকে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী এল কৃষ্ণমূর্তি, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, প্যানেল মেয়র-১ ও সিটি কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টুসহ সিসিকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd