সিলেটের কারা ডিআইজি পার্থ গোপাল কারাগারে

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৯

সিলেটের কারা ডিআইজি পার্থ গোপাল কারাগারে

Manual8 Ad Code

নিজ বাসা থেকে ৮০ লাখ টাকাসহ গ্রেপ্তার সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজন পার্থ গোপাল বণিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

Manual3 Ad Code

এর আগে তার বিরুদ্ধে ঢাকা জেলা সমন্বিত কার্যালয়ে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ আয় ও মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৯ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

Manual1 Ad Code

এর আগে দিনভর দুদকে জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে আদালতে তোলা হয় ডিআইজি পার্থকে।

Manual6 Ad Code

দুদক সচিব সচিব মুহাম্মদ দিলোয়ার বখত জানান, জিজ্ঞাসাবাদে পার্থ গোপালের বাসা থেকে উদ্ধার হওয়া ৮০ লাখ টাকার বৈধ উৎস পাওয়া যায়নি। পরে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সহকারী পরিচালক সালাহউদ্দিন আহমেদ বাদী হয়ে মামলা করেন। পার্থর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ দণ্ডবিধি ১শ’ ৬১, দুর্নীতি প্রতিরোধ আইনের ৫এর (২) ধারা ও মানিলন্ডারিং আইনে অভিযোগ আনা হয়েছে।

Manual7 Ad Code

এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর ভূতেরগলিতে পার্থ গোপাল বণিকের নিজ ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করার সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..