সিলেট ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৯
কানাইঘাট লোভাছড়া চা-বাগানের রয়্যেলিটি ঘাট থেকে শনিবার (২৭ জুলাই) রাত ৮টার দিকে ২টি দেশীয় পাইপগান সহ ডাকাতির কাজে ব্যবহৃত বিপুর পরিমান অস্ত্র সহ ৪ ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা। পরে ডাকাতদের রাত ১০টার দিকে কানাইঘাট থানায় নিয়া আসা হয়। গ্রেফতারকৃত ডাকাতরা হলো সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের মিরাছ আলীর পুত্র মরতুজ আলী (৩৫), সিলেটের গোলাপগঞ্জ থানার পারকুল গ্রামের আব্দুস শহিদের পুত্র সালেহ আহমদ (৩০), এসএমপি জালালাবাদ থানার হেংলাকান্দি নওয়াগাঁও গ্রামের সিরাজ মিয়ার পুত্র রিয়াদ (৩৫), একই থানার নাওয়াগাঁও গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র মোঃ আমিন (৩৫)। জানা যায়, শনিবার রাত ৮টার দিকে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য পাথর ব্যবসায়ী তমিজ উদ্দিন সহ আরো কয়েকজন বাগানের লোভাছড়া পাথর কোয়ারী রয়্যেলিটি ঘাটে ৬/৭জন অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরার সময় তাদের চ্যালেঞ্জ করেন। তারা একটি ইঞ্জিন নৌকা নিয়ে শনিবার বিকেল ৬টার দিকে লোভাছড়া চা-বাগান এলাকায় অবস্থান করছিল। একপর্যায়ে তাদের কথাবার্তায় সন্দেহ হলে ৭ ডাকাতকে আটকের সময় ৫ জন পালিয়ে গেলেও একটি ইঞ্জিন নৌকা সহ প্রথমে ২ ডাকাতকে আটক করেন স্থানীয় জনতা। ২ ডাকাতের স্বীকারোক্তিতে নৌকায় তল্লাশী চালিয়ে স্থানীয় জনতা দেশীয় তৈরি দুইটি পাইপগান, কয়েক রাউন্ড গুলি, ধারালো রাম দা, চাকু-ছুরা, মুখোশ সহ বিপুল পরিমাণ অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করেন। পরে লক্ষীপ্রসাদ ইউপির আসামপাড়া এলাকা থেকে আরো ২ ডাকাত কে আটক করতে সক্ষম হয় পুলিশ ও স্থানীয় জনতা। কানাইঘাট থানা পুলিশ পলাতক ৩ ডাকাতকে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। ডাকাত আটকের সংবাদ পেয়ে তাৎক্ষনিক কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ একদল পুলিশ নিয়ে লোভাছড়া বাগান ঘাটে যান এবং আটক ডাকাতদের থানায় নিয়ে আসেন। তিনি জানিয়েছেন, আটককৃতরা কুখ্যাত ডাকাত দলের সদস্য। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরী পাইপগান সহ ডাকাতির কাজে ব্যবহৃত অনেক জিনিসপত্র পাওয়া গেছে। থানার এসআই স্বপন চন্দ্র সরকার, এএসআই বিলাল, সুফিয়ান, শফিক, ওয়াদুদ সহ একদল পুলিশ অভিযানে অংশ নেন। এসময় স্থানীয় বিজিবি ক্যাম্পের জওয়ানরা উপস্থিত ছিলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd