রাজনীতিতে যোগ্যতা সম্পন্ন যুবকদের এগিয়ে আসতে হবে : যুবলীগের সম্মেলনে ড. মোমেন

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৯

রাজনীতিতে যোগ্যতা সম্পন্ন যুবকদের এগিয়ে আসতে হবে : যুবলীগের সম্মেলনে ড. মোমেন

Manual1 Ad Code

পররাষ্ট্রমন্ত্রী পররাস্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের শিখরে পৌঁছে যাচ্ছে। এ কারনে বিশ্বের দরবারে আমাদের সম্মান বৃদ্ধি পাচ্ছে। আগামী দিনে এই সাফল্যের ধারা ধরে রাখতে যোগ্যতা সম্পন্নদের যুবকদের নেতৃত্বে আসতে হবে। মন্ত্রী শনিবার বিকেলে সিলেটের রেজিস্ট্রারী মাঠে সিলেট মহানগর যুবলীগের সম্মেলনে তিনি একথাগুলো বলেন।
অনুষ্টানে যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী প্রথমেই সিলেটি ভাষায় জানতে চান ‘কিতা খবর, ভালানি’ । সাথে সাথে করতালিতে মুখরিত হয়ে উঠে সভাস্থল। দলীয় চেয়ারম্যানের এমন মন্তব্যে নেতাকর্মীদের মুখেও ফোটে উঠে হাসির রেখা। সবাই সিলেটের প্রতি চেয়ারম্যানের এমন বক্তব্যে উল্লাস প্রকাশ করতে দেখা যায়।
সম্মেলণে উপস্থিত ছিলেন সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানসহ আওয়ামী লীগ ও যুবলীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলণ শুরু হয়। এসময় দলীয় পতাকা উত্তোলন করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান।
আলম খান মুক্তির সভাপতিত্বে ও সেলিম আহমদের পরিচালনায়, ১৪ বছর পর মহানগর যুবলীগের এই সম্মেলণ হচ্ছে। সন্ধ্যায় রিকাবীবাজারের অনুষ্ঠিত হবে কাউন্সিল।
এতে গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত হবে মহানগর যুবলীগের পরবর্তী নেতৃত্ব।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..