মারাত্মক আহত হয়েছেন চিত্রনা্য়ক বাপ্পি চৌধুরী

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০১৯

মারাত্মক আহত হয়েছেন চিত্রনা্য়ক বাপ্পি চৌধুরী

Manual7 Ad Code

গাজীপুরের ন্যাশনাল পার্কে গহীন অরণ্যে ‘ডেঞ্জার জোন’ ছবির ঝুঁকিপূর্ণ শট দিতে গিয়ে মারাত্মক আহত হয়েছেন চিত্রনা্য়ক বাপ্পি চৌধুরী। বিষয়টি সাংবাদিকদের জানান ডেঞ্জার জোন’ ছবির পরিচালক বেলাল সানি। বুধবার এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

বেলাল সানি বলেন, অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছিলেন বাপ্পী ও জলি। ঝুকিপূর্ণ একটি শট নিতে গিয়ে আহত হয়েছে বাপ্পি। বাপ্পির কোমরে বাঁধা ছিল ক্রেনের কালো সুতা। এমন সময় জাদুর বাতাসের ধাক্কায় উড়ে যাবেন নায়ক। ভুল ক্রমে কোমরে বাঁধা সুতার টানটা এতটাই জোরে হয়েছিল যে ঘাড়টা বাঁকা হয়ে নিচের দিকে চলে যায় বাপ্পির। এ সময় জ্ঞানও হারায় বাপ্পি।

প্রাথমিক চিকিৎসা শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন বাপ্পি। ঢাকায় ফিরেই উন্নত চিকিৎসা নিতে হবে এ নায়কের।

Manual4 Ad Code

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..