সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০১৯
গাজীপুরের ন্যাশনাল পার্কে গহীন অরণ্যে ‘ডেঞ্জার জোন’ ছবির ঝুঁকিপূর্ণ শট দিতে গিয়ে মারাত্মক আহত হয়েছেন চিত্রনা্য়ক বাপ্পি চৌধুরী। বিষয়টি সাংবাদিকদের জানান ডেঞ্জার জোন’ ছবির পরিচালক বেলাল সানি। বুধবার এ ঘটনা ঘটে।
বেলাল সানি বলেন, অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছিলেন বাপ্পী ও জলি। ঝুকিপূর্ণ একটি শট নিতে গিয়ে আহত হয়েছে বাপ্পি। বাপ্পির কোমরে বাঁধা ছিল ক্রেনের কালো সুতা। এমন সময় জাদুর বাতাসের ধাক্কায় উড়ে যাবেন নায়ক। ভুল ক্রমে কোমরে বাঁধা সুতার টানটা এতটাই জোরে হয়েছিল যে ঘাড়টা বাঁকা হয়ে নিচের দিকে চলে যায় বাপ্পির। এ সময় জ্ঞানও হারায় বাপ্পি।
প্রাথমিক চিকিৎসা শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন বাপ্পি। ঢাকায় ফিরেই উন্নত চিকিৎসা নিতে হবে এ নায়কের।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd