সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০১৯
সিলেট নগরীর উপকণ্ঠের বিমানবন্দর সংলগ্ন কোম্পানীগঞ্জ বাইপাস রোডস্থ কেওয়াছড়া চা-বাগান এলাকা থেকে চুরি করা গরুসহ একটি মাইক্রোবাস আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
পুলিশ জানায়, সোমবার (২২ জুলাই) ভোর পাঁচটার দিকে বিমানবন্দর সড়কের কোম্পানীগঞ্জ বাইপাস রোডস্থ কেওয়াছড়া চা-বাগান সংলগ্ন বুড়িবস্তির পাশে একটি মাইক্রোবাসকে সিগন্যাল দেয় পুলিশ। পুলিশের সিগন্যাল পেয়ে মাইক্রোবাস একটু দুরে গিয়ে থেমে যায় এবং চালকসহ যাত্রীরা দৌঁড়ে লিয়ে যায়।
পরে পুলিশ ওই মাইক্রোবাস (সিলেট-ছ-১১-০১৪৩) থেকে বড় তিনটি গরু আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd