কার্বন নিঃসরণের মাত্রা কমানোর দাবিতে হিজড়া জনগোষ্ঠীর র‍্যালি

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৯

কার্বন নিঃসরণের মাত্রা কমানোর দাবিতে হিজড়া জনগোষ্ঠীর র‍্যালি

Manual8 Ad Code

জলবায়ু বিপর্যয়ের ক্ষতিকর প্রভাব শুধু কোনো দেশ বা জনগোষ্ঠী নয়, সারা বিশ্বের প্রাণ-প্রকৃতি আজ হুমকির মুখে। জলবায়ু বিপর্যয়ের প্রতিরোধে এখনই আমাদের বড় পরিবর্তনের জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি বিশ্ব নেতৃত্বের ওপর কার্বন নিঃসরণ কমানোর জন্য চাপ সৃষ্টিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

মঙ্গলবার এসইএন বাংলাদেশ, বাংলাদেশ ইয়ুথ ক্লাইমেট নেটওয়ার্ক, সচেতন সমাজ সেবা হিজড়া সংঘ, সাদা কালো হিজড়া উন্নয়ন সংগঠন এবং ইনস্টিটিউট অব ওয়েলবিং বাংলাদেশের উদ্যোগে ধানমন্ডি আবাহনী খেলার মাঠের সামনে হিজড়া জনগোষ্ঠীদের সমাবেশ ও র‌্যালি থেকে বক্তারা এসব কথা বলেন।

Manual2 Ad Code

সচেতন সমাজ সেবা হিজড়া সংঘের প্রেসিডেন্ট ইভান আহমেদ কথা বলেন, জলবায়ু দুর্যোগ একটি বৈশ্বিক বিষয় হলেও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরাই (বাংলাদেশ)। ফলে গত ২০ বছরে খরা, ঘূর্ণিঝড়, রেকর্ড পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি, বন্যা, জলোচ্ছাস, শিলাবৃষ্টি, টর্নেডো এবং সাইক্লোনের মাত্রা আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

Manual8 Ad Code

সাদা কালো হিজড়া উন্নয়ন সংগঠনের সদস্য নিশাত বলেন, জলবায়ু বিপর্যয়ের ক্ষতি অর্থ দিয়ে সমাধান করা যাবে না। এর জন্য প্রয়োজন কার্বন নিঃসরণের হার কমানো। আমরা চাই যেসব দেশ অধিক কার্বন নিঃসরণ করছে, তারা এর ব্যবহার কমিয়ে নিয়ে আসবে।

Manual8 Ad Code

বাংলাদেশ ইয়ুথ ক্ল্যাইমেট নেটওয়ার্কের উন্নয়নকর্মী হাসনা বলেন, আমরা এখনই যদি কার্বন নিঃসরণকারী দেশগুলোকে তাদের কার্বনের মাত্রা কমাতে বাধ্য না করি, তাহলে পৃথিবী ঝুঁকির মধ্যে পড়বে।

সভাপতির বক্তব্যে ইনস্টিটিউট অব ওয়েলবিং বাংলাদেশের উপদেষ্টা দেবরা ইফরইমসন বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৩ নম্বর লক্ষ্যে জলবায়ু বিপর্যয়ের প্রভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ গ্রহণ করা বলা হয়েছে। জলবায়ু বিপর্যয়ের বিষয়টি আমরা এখনও গুরুত্ব সহকারে দেখছি না।

Manual5 Ad Code

বাংলাদেশ ইয়থ ক্ল্যাইমেট নেটওয়ার্কের সদস্য শান্তনু বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশ ও র‌্যালিতে উপস্থিত ছিলেন ওয়ার্ক ফর অ্যা বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রোগ্রাম ম্যানেজার সৈয়দা অন্যন্যা রহমান, আইডাব্লিউবির প্রকল্প কর্মকর্তা বরণী দালবত, স্টপ ইমেশনস নাও বাংলাদেশের কো-অডিনেটর মঞ্জুর হাসান দিলু, এনশিওর আওয়ার রাইটসের সানজিদা আক্তার, আইডাব্লিউবির পলিসি অফিসার মাসুম বিল্লাহ ভূইয়া, বাংলাদেশ ইয়থ ক্ল্যাইমেট নেটওয়ার্কের সদস্য মাহামুদুল হাসান প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..