সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৯
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাগলী শুল্ক স্টেশনে অফিস চলাকালে বৃহস্পতিবার জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এ নিয়ে জাতীয় পতাকা বিধিমালা লঙ্ঘন ও অবমাননার অভিযোগে নানা শ্রেণি-পেশার মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।
একাধিক আমদানিকারক ও ব্যবসায়ী জানান, এই শুল্ক স্টেশন দিয়ে বৃহস্পতিবার সকাল ৯টায় ভারত থেকে চুনাপাথর আমদানি শুরু হয়। এ সময় কাস্টমসের মনোগ্রাম খচিত নিজস্ব পতাকা এবং জাতীয় পতাকা কোনোটাই উত্তোলন করা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে অফিসে চালানপত্র গ্রহণে নিয়োজিত কাস্টমস সিপাহি বিশ্বজিৎ চক্রবতী জানান, শুল্ক স্টেশনে প্রতি কর্মদিবসে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল অবধি জাতীয় পতাকার পাশাপাশি কাস্টমস মনোগ্রাম খচিত পতাকা টানিয়ে রাখার নিয়ম রয়েছে। বৃহস্পতিবার ইন্সপেক্টর মোয়াজ্জেম হোসেন সিলেটের বাইরে ছিলেন, আমিও পতাকা টানানোর বিষয়টি খেয়াল করিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd