সিলেট নগরীতে র‌্যাবের অভিযানে ১৭ জুয়াড়ি আটক

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৯

সিলেট নগরীতে র‌্যাবের অভিযানে ১৭ জুয়াড়ি আটক

Manual6 Ad Code

সিলেট নগরীর কোতোয়ালী ও দক্ষিণ সুরমা থানাধীন এলাকায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয় র‌্যাব-৯ অভিযান চালিয়ে ১৭ জুয়াড়ীকে আটক করা হয়।

Manual6 Ad Code

এদের মধ্যে কোতোয়ালী থানাধীন এলাকায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয় র‌্যাব-৯ অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ১০ জুয়াড়িকে সরঞ্জামাদিসহ আটক করা হয়েছে । বৃহস্পতিবার (১৮ জুলাই) তাদেরকে আটক করা হয়।

Manual3 Ad Code

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে কোতয়ালী থানাধীন এলাকায় অভিযান চালানো হয়। এসময় জুয়া খেলারত অবস্থায় জুয়াখেলার সরঞ্জামাদিসহ ১০ জুয়াড়িকে আটক করা হয়।

আটকৃতরা হলেন- ১। মোঃ ইব্রাহিম (১৮), পিতাঃ মোঃ কাজল, সাং-দক্ষিণবাগ, থানাঃ বড়লেখা, জেলাঃ মৌলভীবাজার, এ/পিঃ সাহেব বাজার, এয়ারপোর্ট, এসএমপি, ২। মোঃ শের আলী (৩০), পিতাঃ মৃত রমিজ আলী, সাং- আউসপাড়া, থানাঃ হবিগঞ্জ সদর, জেলাঃ হবিগঞ্জ, এ/পিঃ শামিমাবাদ মেডিক্যাল রোড, কোতয়ালী, সিলেট, ৩। মোঃ বিল্লাল (৪২), পিতাঃ আব্দুল হালিম, সাং-লালা বাজার, থানাঃ দক্ষিণ সুরমা, এসএমপি, সিলেট, ৪। মোহাম্মদ আলী (৩৮), পিতাঃ মোঃ রফিকুল ইসলাম, সাং-কুমিল্লা নওয়াগাও, থানাঃ মুরাদনগর, জেলাঃ কুমিল্লা, এ/পিঃ পশ্চিম বাগবাড়ি, কোতয়ালী, সিলেট, ৫। মোঃ এহতেসানুল কামিল (৪৬), পিতাঃ মৃতঃ আব্দুস সামাদ, সাং-মদিনা মার্কেট, থানাঃ জালালাবাদ, জেলাঃ সিলেট, ৬। মোঃ আরিফ (২৬), পিতাঃ মোঃ গিয়াস, সাং-দোয়ালী, থানাঃ দোয়ারাবাজার, জেলাঃ সুনামগঞ্জ, এ/পিঃ বালুচর নতুন বাজার, শাহ্পরান, এসএমপি, সিলেট, ৭। মোঃ কামরুল হক (২৫), পিতাঃ মোঃ আতাউর রহমান, সাং-কাটিবাগ, থানাঃ ছাতক, জেলাঃ সুনামগঞ্জ, এ/পিঃ জিন্দাবাজার, জল্লারপাড়, কোতয়ালী, সিলেট, ৮। মোঃ কুতুব উদ্দিন (২৫), পিতাঃ মৃত হাফিজ মনিরুদ্দীন, সাং-দক্ষিণ নইখাই, থানাঃ মোগলাবাজার, এসএমপি, সিলেট, ৯। মোঃ আলমগীর (২৭), পিতাঃ ইউনুস আহমেদ, সাং-চৌখিদেখি, থানাঃ এয়ারপোর্ট, এসএমপি, সিলেট, ১০। মোঃ পলাশ আহম্মদ (৩৫), পিতাঃ মৃত নওয়াব আলী, সাং-সুবিদবাজার, থানাঃ এয়ারপোর্ট, এসএমপি, সিলেট।

এদিকে, দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৭ জুয়াড়িকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয় র‌্যাব-৯। বৃহস্পতিবার (১৮ জুলাই) তাদেরকে আটক করা হয়।

Manual6 Ad Code

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৪ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত মেজর মোঃ শওকাতুল মোনায়েম ও এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় জুয়া খেলারত অবস্থায় জুয়াখেলার সরঞ্জামাদিসহ ৭ জুয়াড়িকে আটক করা হয়।

আটকৃতরা হলেন- ১। আব্দুল আজিব মুন্না (১৯), পিতা- হাসান মিয়া, সাং খিলগ্রাম পুর্বপাড়া, থানাঃ জকিগঞ্জ, জেলাঃ সিলেট, ২। আব্দুল মমিন(৪২), পিতাঃ মৃত মিয়াজান মিয়া, সাং টুকেরগাঁও, থানাঃ জালালাবাদ, এসএমপি, সিলেট, ৩। মোঃ আকাশ (১৯), পিতা- মোঃ শমসু মিয়া, সাং- তেরখাল, থানাঃ দিরাই, জেলাঃ সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা- কদমতলী বালু মাঠের পিছনে আলীনুরের বাড়ির ভাড়াটিয়া, থানাঃ দক্ষিণ সুরমা, এসএমপি,সিলেট, ৪। আল আমিন (২৫), পিতাঃ মৃত আব্দুর রশিদ, সাং কোনাপাড়া, মেম্বার নোমালীর বাড়ী), থানাঃ গৌরিপুর জেলাঃ ময়মনসিংহ, বর্তমান ঠিকানা- কদমতলী দইরা শাহ মাজারের পাশে সুফিয়ান মিয়ার বাড়ীর ভাড়াটিয়া থানাঃ দক্ষিণ সুরমা, এসএমপি, সিলেট, ৫। মোঃ রিপন মিয়া (২০), পিতাঃ সিরাজ মিয়া, সাং কুতিগ্রাম, থানাঃ দক্ষিণ সুরমা, এসএমপি, সিলেট, ৬। শফিক মিয়া (২১), পিতাঃ হাবিবুর রহমান, সাং- বারগলি (সুন্দর মিয়ার বাড়ি), থানাঃ সদর, জেলাঃ মৌলবিবাজার, বর্তমান ঠিকানাঃ মেনিখলা লিয়াকচানের বাড়ির ভাড়াটিয়া, থানাঃ দক্ষিণ সুরমা, এসএমপি, সিলেট, ৭। গেদা মিয়া (৩৮), পিতাঃ মৃত আব্দুল বারি, সাং- সাদিদাবাদ (রেংগা মাদ্রাসার পশ্চিম পাশে), থানাঃ মোগলাবাজার, এসএমপি, সিলেট।

Manual6 Ad Code

উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..