ঘোষণা ছাড়া সিলেটের সাথে আবারও সারাদেশের যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৯


Manual8 Ad Code

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরে রেলক্রসিং সংস্কার কাজ চলায় আবারও সিলেটের সাথে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে আবারও দূর্ভোগে পড়তে হয়েছে সিলেটের কয়েক হাজার যাত্রীদের।

Manual2 Ad Code

পূর্ব ঘোষণা ছাড়া সংস্কার কাজ পরিচালনা করায় সীমাহীন ভোগান্তিতে পড়েছেন সিলেট বিভাগের চার জেলার কয়েক হাজার যাত্রী। সন্ধ্যা ৭টা থেকে মহাসড়কের দু’পাশে কয়েক শতাধিক যানবাহন আটকা রয়েছে।

Manual8 Ad Code

শুক্রবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে রাত ৮টার দিকে রেললাইন তুলে ফেলায় রেল যোগাযোগও বন্ধ হয়ে পড়ে। রাত ২-৩টার আগে রেল ক্রসিং সংস্কার কাজ শেষ হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ফলে অন্তত ৭-৮ ঘন্টা বন্ধ থাকবে সিলেটের সাথে সারাদেশের সম্পূর্ণ যোগাযোগ।

Manual3 Ad Code

শায়েস্তাগঞ্জ স্টেশন মাস্টার এবিএম মঈনুল ইসলাম জানান- ওলিপুর এলাকায় রেল ক্রসিং সংস্কার কাজ চলায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ করা হয়েছে। পরে রাত ৮টার দিকে লাইন তুলে ফেলায় রেল যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাত ২-৩টার দিকে ফের রেলসহ সব ধরণের যান চলাচল স্বাভাবিক করে দেয়া হবে।

এদিকে, রেল লাইন তুলে ফেলায় সিলেট থেকে ঢাকাগামী ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ শায়েস্তাগঞ্জ জংশনে আটকা রয়েছে। এছাড়া রাতে আন্তজেলা ট্রেনসহ আরও বেশ কয়েকটি লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়বে।

Manual5 Ad Code

উল্লেখ্য, গত শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার লস্করপুর রেল ক্রসিং সংস্কার করায় রাত দুইটা পর্যন্ত বন্ধ থাকে রেল ও ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল। এতে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। এছাড়া ১৮ জুন ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর সেতু ভেঙে ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় ১০দিনসহ দুইদিন সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..