সিলেট আ’লীগের ৩৫ ‌’বিদ্রোহী’ নেতার মাথার ওপর ঝুলছে শাস্তির খড়গ

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৯

সিলেট আ’লীগের ৩৫ ‌’বিদ্রোহী’ নেতার মাথার ওপর ঝুলছে শাস্তির খড়গ

Manual2 Ad Code

সিলেট আওয়ামী লীগের ৩৫  বিদ্রোহী নেতার মাথার ওপর ঝুলছে শাস্তির খড়গ। দলের সিদ্ধান্তের বাইরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে তারা বহিস্কার হতে পারেন। এ তালিকায় সিলেট জেলায় ১৫জন, সুনামগঞ্জে ৭জন, মৌলভীবাজারে ৪জন ও ৯জনের নাম রয়েছে। এদের মধ্যে উপজেলা পরিষদের নির্বাচিত চার চেয়ারম্যানও রয়েছেন। তবে, স্থায়ী বহিস্কারাদেশের আগে তাদের কাছে ‘শোকজ’ নোটিশ পাঠাবে দলটির হাই কমাণ্ড। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, দলে শৃঙ্খলা নিশ্চিত করতেই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মূলত এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলক্ষে বিদ্রোহীদের তালিকা তৈরী চলছে। ২০জুলাইয়ের পর পর্যায়ক্রমে তাদের কাছে ‘শোকজ’ নোটিশ পাঠানো হবে কেন্দ্র থেকে।

Manual3 Ad Code

এ তালিকায় রয়েছেন-সিলেট সদর উপজেলায় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নূরে আলম সিরাজী। কানাইঘাটে জেলা আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমদ পলাশ। কোম্পানীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবদুল বাছির, সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম আহমদ, আওয়ামী লীগ নেতা শামসুল হক, হাফিজ মাসুম। গোয়াইনঘাট উপজেলায় যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা গোলাপ মিয়া ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ।জৈন্তাপুরে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামাল আহমদ।বিয়ানীবাজারে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল কাশেম পল্লব। দক্ষিণ সুরমায় জেলা আওয়ামী লীগের সদস্য ময়নুল ইসলাম। ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম।

সুনামগঞ্জ জেলার মধ্যে ছাতক উপজেলায় আওয়ামী লীগ নেতা অলিউর রহমান চৌধুরী বকুল। দিরাই উপজেলায় জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন।শাল্লা উপজেলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট অবনী মোহন দাস। ধর্মপাশা উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। জামালগঞ্জে জেলা আ’লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম।

মৌলভীবাজার জেলার বড়লেখায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ। জুড়ীতে হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক। কুলাউড়া উপজেলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।
কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সাংসদ উপাধ্যক্ষ ড. আবদুস শহীদের ভাই এম মোসাদ্দেক আহমেদ মানিক।

Manual1 Ad Code

হবিগঞ্জ সদরে পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মোতাচ্ছিরুল ইসলাম। লাখাই উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুল আলম মাহফুজ ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিক আহমেদ। চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের। বাহুবলে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুল কাদির চৌধুরী।আজমিরীগঞ্জে আওয়ামী লীগ নেতা মো. আলাউদ্দিন। বানিয়াচং উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান।মাধবপুরে প্রবাসী আওয়ামী লীগ নেতা এহতেশামুল বার চৌধুরী লিপু ও শায়েস্তাগঞ্জে উপজেলা আওয়ামী লীগ নেতা আলী আহমদ খান।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..