ঢাকাদক্ষিণ কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের অবস্থান

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৯

ঢাকাদক্ষিণ কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের অবস্থান

Manual1 Ad Code

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ সরকারি কলেজের অধ্যক্ষ ও কতিপয় শিক্ষকদের দূর্নীতির বিরুদ্ধে এবং অপসারণের দাবিতে সাধারণ ছাত্র-ছাত্রীদের উদ্যোগে বুধবার সকাল ১১টায় কলেজ প্রাঙ্গনে প্রতিবাদ অবস্থান কর্মসুচী ও মানববন্ধন পালন করেন।

Manual6 Ad Code

মানববন্ধনে উপস্থিত ছিলেন, দ্বাদশ ২য় বর্ষের শিক্ষার্থী তারেক আহমদ, জাহাঙ্গীর আলম, বিএ ২য় বর্ষের কামরুল ইসলাম, সাব্বির আহমদ, ফাইনাল বর্ষের তুজার আহমদ, সম্মান ১ম বর্ষের তামিম, দ্বীপ, দ্বাদশ ২য় বর্ষের মুরাদ আহমদ, বিএ ২য় বর্ষের সুমিত, ঝুমা, তামান্না জান্নাত, তামান্না মরিয়ম, বিএ ১ম বর্ষের ফৌজিয়া আক্তার, লীনা বেগম, শাপলা বেগম, হাফসা বেগম, রূপা আক্তার, ইমা আক্তার, তন্নি দাস, শাহীন আহমদ, মাজেদ আহমদ, রিপন আহমদ, ফাহিম আহমদ, সিয়াম আহমদ, মুন্না মিয়া, মাহির, নুর উদ্দিন, পাবেল, সামাদ সহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে।

মানববন্ধন ও অবস্থান কর্মসূচীতে শিক্ষার্থীরা বলেন, কলেজের অধ্যক্ষ অনুরঞ্জন দাশ, অর্থনীতি বিভাগের প্রধান কুলসুমা বেগম, সাবেক শিক্ষক ইউনুস আহমদ, সহকারী অধ্যক্ষ ফয়ছল আহমদ সহ কয়েকজন শিক্ষকের দুর্নীতি, কলেজে ব্যক্তি স্বেচ্ছাচারিতায় বাধা, সাধারণ ছাত্র-ছাত্রীদের টাকা হাতিয়ে নেওয়ার বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের দুর্নীতির আশ্রয়স্থল হয়, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা কোথায় কার কাছে বিচার চাইবো। কে এই দুর্নীতির বিচার করবে? শিক্ষার্থীরা এ ব্যাপারে উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন।

Manual5 Ad Code

উল্লেখ্য, এ বিষয়ে ১৩ জুলাই অধ্যক্ষ ও কতিপয় শিক্ষকদের দুর্নীতি থেকে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর কলেজের প্রায় ১৫০জন শিক্ষার্থী সাক্ষরিত এক লিখিত অভিযোগ দাখিল করেছেন শিক্ষার্থীরা।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..