সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০১৯
সিলেটের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ।
রোববার বিকেল ৪টায় পুলিশ সুপার ফরিদ উদ্দিন কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে ইউনিক কমিউনিটি সেন্টারে এক জনসচেতনতামূলক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। উক্ত সুধী সমাবেশে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনকে কানাইঘাটের কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, ক্লাবের আজীবন সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক পৌর মেয়র লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হক।
প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট এম.এ হান্নান, বর্তমান সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সম্পাদক আব্দুন নুর, ক্রীড়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ, কার্যনির্বাহী কমিটির সদস্য কাওছার আহমদ, এখলাছুর রহমান, সাধারণ সদস্য আমিনুল ইসলাম, আলা উদ্দিন, সুজন চন্দ অনুপ, মুমিন রশিদ, দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার জয়নাল আজাদ।
সুধী সমাবেশ পরবর্তী কানাইঘাট থানায় প্রেসক্লাব নেতৃবৃন্দের সংক্ষিপ্ত মতবিনিময়কালে পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, প্রতিটি এলাকায় পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা উন্নয়নে সাংবাদিকরা মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছেন। তিনি কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দকে এলাকার যে কোন ধরনের বস্তুনিষ্ঠ সংবাদ গণমাধ্যমে তুলে ধরার আহবান জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd