সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৯
আবদুল গনি (৪৮) নামের এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করেছে উন্মত্ত জনতা। এ ঘটনায় ওই এলাকায় উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
শনিবার (১৪ জুলাই) ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের রাজসামান্দ জেলায়। দেশটির কুনওয়ারিয়ার বাসিন্দা ছিলেন ওই পুলিশ কনস্টেবল।
ভারতীয় গণমাধ্যম জি নিউজের খবর, একটি জমি নিয়ে বেশ কিছুদিন ধরেই ঝামেলায় ছিলেন আবদুল গনি। শনিবার তিনি তার সেই জমি দেখতে গেলে বিপক্ষ শক্তির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তাকে মারধর করতে শুরু করে তারা। গুরুতর আহত অবস্থায় তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়।
তবে শেষ রক্ষা হয়নি। ভর্তির কিছুসময় পরেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই পুলিশ কন্সটেবলের।
এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজস্থানের রাজসামান্দ এলাকা। রাজ্যের পুলিশ দফতর হতবিম্ব। এ ঘটনার সঙ্গে জড়িতেদের ধরতে ইতিমধ্যে মাঠে নেমেছে তারা।
যে কোনো মূল্যেই হোক নিহত পুলিশ কনস্টেবলের ওপর হামলাকারীদের দ্রুত চিহ্নিত করতে ঘটনাস্থলে পৌঁছেছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd