সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৯
সিলেট নগরীর সিটি হার্ট মার্কেটে চুরির ঘটনায় গ্রেফতারকৃত ৩ আসামীর জবানবন্দি ১৬৪ ধারায় রেকর্ড করেছেন আদালত। বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের জবানবন্দি গ্রহণ করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আসামীরা হলেন- টাঙ্গাইলের বেপারীপাড়া গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র মো. হানিুফুর রহমান দুলাল ওরফে দীপু, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্জাব্রাম থানার পাড়াতলী গ্রামের এরশাদ মিয়ার পুত্র আলী আহমদ, গোলাপগঞ্জের দক্ষিণ কান্দিগাও গ্রামের আব্দুর রহিমের পুত্র মো. রেহান উদ্দিন।
দোকানের মালিক মোঃ উস্তার আলী বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা নং ২৯, তারিখ: ২১.০৩.২০১৯।
আদালতের আসামীরা বলেন, মামলার এজাহারনামীয় আসামী আহমিদুর রহমান লিটন ও আহসানুর রহমানের নির্দেশে তারা গত ১৩ মার্চ রাত দেড়টায় নগরীর সিটি হার্ট মার্কেটের ৩য় তলায় মামলার বাদীর অফিস কক্ষে থালা ভাঙ্গিয়া চুরি করে। তাদের স্বীকারুক্তিতে চুরির সময় তাদের নেওয়া একটি ২১ ইঞ্চি টিভি, কাঠের চেয়ার, এসএস চেয়ার ৪টি, অটোবি টেবিল উদ্ধার করে জব্ধ করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd