সিলেটে শিশুকে নদীতে নিক্ষেপ, সৎ মা আটক

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জুলাই ৫, ২০১৯

সিলেটে শিশুকে নদীতে নিক্ষেপ, সৎ মা আটক

Manual4 Ad Code

সিলেটের কুমারগাঁও ব্রিজের উপর থেকে এক শিশুকে সুরমা নদীতে ছুঁড়ে ফেলে দিয়েছে সৎমা। এ ঘটনায় সালমা বেগম নামের ওই নারীকে জনতার সহযোগিতায় আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৩টায় এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

আটক সালমা বেগম (২৮) সিলেট মহানগরীর জালালাবাদ থানার ফতেহপুর গ্রামের জিয়াউল হকের স্ত্রী।

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে জালালাবাদ থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে সতীনের পাঁচ বছর বয়সী মেয়ে মাহাকে নিয়ে কুমারগাঁও ব্রিজে আসে সালমা বেগম। পরে ব্রিজের উপর থেকে তাকে নদীতে ফেলে দেয়। ব্রিজ থেকে শিশু ফেলে দেয়ার দৃশ্য দেখতে পেয়ে উপস্থিত লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। সালমা বেগমও তিন সন্তানের জননী।

এসআই সাইফুর রহমান আরও জানান, শিশুটিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দলকে খবর দেয়া হয়। ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করলেও বিকেল ৫টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..