সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জুলাই ৫, ২০১৯
কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির দনা বাজারে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আজির উদ্দিন নামে এক ব্যক্তি গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আশংকাজনক অবস্থায় আজির উদ্দিন কে সিওমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের পারিবারিক সূত্রে জানা গেছে দনা নয় গ্রামের মৃত ইসরাক আলীর পুত্র আজির উদ্দিন (৫৭) এর সাথে জমি-জমা নিয়ে তার আপন ভাই মাওঃ সিহাব উদ্দিনের সাথে বিরোধ চলে আসছিল।
জমি নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে সিহাব উদ্দিন ও তার ভাগ্না বিলাল আহমদ, হেলাল আহমদ ও ভগ্নিপতি শাহনুর মিয়া কে সাথে নিয়ে দনা বাজারে আজির উদ্দিন কে ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত ভাবে হামলা চালিয়ে আজির উদ্দিন কে মাথায় কুপিয়ে গুরুতর আহত এবং শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন আজির উদ্দিন কে উদ্ধার করে সিওমেক হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তার অবস্থা আশংকাজনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে আহতের পুত্র মারুফ আহমদ জানিয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd