সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৯
ময়মনসিংহ মেডিকেল কলেজের ৩২ ব্যাচের ছাত্রী ডা. নিগার নাহিদ দিপু আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সর্বশেষ তিনি কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে রেডিওলজী এন্ড ইমেজিং বিভাগের জুনিয়র কনসালটেন্ট হিসাবে কর্মরত ছিলেন।
আজ (বুধবার) সকাল সাড়ে ৯টায় রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. সাঈদ আহমেদ মেডিভয়েসকে বলেন, নিগার নাহিদ দিপু হেমোরেজিক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আমরা এক সাথেই পড়াশোনা করেছি। দুজনই ৩২ ব্যাচের শিক্ষার্থী। তার এভাবে চলে যাওয়াটা বিশ্বাস করতে পারছি না। নিগার নাহিদ দিপুর আত্মার শান্তি কামনা করছি।
ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ও তার আরেক সহপাঠী ডা. আসিফ ইকবাল মেডিভয়েসকে জানান, তিনি খুবই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। আমরা একসঙ্গে পড়তাম, উনি সবসময় হাসিখুশি থাকতেন। তাকে খুব মিস করবো। আল্লাহ তাঁকে জান্নাত দান করুন।
মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ, পরিবার-পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd