জৈন্তাপুর লালাখাল সীমান্তে ৭টি মহিষ আটক

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, জুলাই ২, ২০১৯

জৈন্তাপুর লালাখাল সীমান্তে ৭টি মহিষ আটক

Manual7 Ad Code

সিলেটের জৈন্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে চোরাইপথে ভারত হতে নিয়ে আসা ৭টি মহিষ আটক করে ১৯ বিজিবির লালাখাল ক্যাম্প। বুধবার (৩ জুলাই) কাষ্টম কর্মকর্তার উপস্থিতিতে আটকর্কৃত মহিষ নিলামে বিক্রয় করা হবে।

Manual2 Ad Code

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ী বাইরাখেল সীমান্তের ১২৯৪ আন্তজার্তিক পিলারের ৮শতগজ বাংলাদেশের অভ্যান্তরে ১৯ বিজিবি’র লালাখাল ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নুরুল হুদার নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৭টি ভারতীয় মহিষ আটক করেন৷

এদিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়৷ এঘটনায় ৭টি মহিষ জব্দ করে ১৯ বিজিবর লালাখাল ক্যাম্পে রাখা হয়৷ আগামীকাল কাষ্টম কর্মকর্তার উপস্থিতিতে মহিষ গুলো নিলামে বিক্রয় করা হবে৷

Manual6 Ad Code

এবিষয়ে ১৯ বিজিবি’র লালাখাল ক্যাম্প কামান্ডার নায়েক সুবেদার নুরুল হুদা ৭টি ভারতীয় চেরাইপথে আসা মহিষ আটকের কথা স্বীকার করে বলেন- গোপন সংবাদের ভিত্তিত্বে আমরা অভিযান পরিচালনা করে ৭টি মহিষ আটক করি৷ ৩জুলাই কাস্টম বর্মকর্তার উপস্থিতিতে নিলাম করা হবে৷ এছাড়া চোরাকারবার বন্দে তাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে৷

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..