অবশেষে জকিগঞ্জের আলোচিত সেই প্রধান শিক্ষিকা খাদিজা বরখাস্ত

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, জুলাই ২, ২০১৯

অবশেষে জকিগঞ্জের আলোচিত সেই প্রধান শিক্ষিকা খাদিজা বরখাস্ত

Manual6 Ad Code

অবশেষে সিলেটের জকিগঞ্জের ডিগ্রি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আলোচিত সেই প্রধান শিক্ষিকা খাদিজা চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১ জুলাই) প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের বিভাগীয় উপ-পরিচালক এ.কে.এম সাফায়েত আলম স্বাক্ষরিত আদেশে সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ১২ উপধারায় ১ মোতাবেক তাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়। স্বীয় কর্মস্থলে মারমারিতে লিপ্ত হওয়ার অপরাধে এ আদেশ প্রধান করা হয় মর্মে আদেশে উল্লেখ করা হয়।

Manual5 Ad Code

গত ২৪ এপ্রিল প্রধান শিক্ষিকা খাদিজা বেগম চৌধুরী ও সহকারি শিক্ষিকা হাসনা বেগমের মধ্যে বিদ্যালয় চলাকালীন সময়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে দু’টি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এছাড়াও প্রধান শিক্ষিকার বিরুদ্ধে পৃথক ১০টি অভিযোগ উত্থাপন করে তৎকালীন তদন্ত কমিটি।

Manual7 Ad Code

তদন্ত কমিটির প্রতিবেদনের পেক্ষিতে সহকারি শিক্ষিকাকে অন্যত্র বদলী করা হয় ও প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..