কনস্টেবল নিয়োগে প্রতারণা ঠেকাতে গোয়াইনঘাট থানা পুলিশের প্রচারণা

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, জুন ২৭, ২০১৯

কনস্টেবল নিয়োগে প্রতারণা ঠেকাতে গোয়াইনঘাট থানা পুলিশের প্রচারণা

Manual1 Ad Code

বাংলাদেশ পুলিশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে নিয়োগের ব্যাপারে গণসচেতনতামূলক প্রচারনা চালিয়েছে গোয়াইনঘাট থানা পুলিশ।

Manual1 Ad Code

বৃহস্পতিবার সকালে গোয়াইনঘাট থানা গেইট থেকে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হিল্লোল রায় এর নের্তৃত্বে উপজেলা সদরের বিভিন্ন স্থানে মানুষকে সচেতন করতে জনসচেতনামুলক লিফলেট বিতরন করা হয়।

Manual5 Ad Code

জানা যায়, সিলেটের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর পক্ষে গোয়াইনঘাট থানা গণসচেতনতা মূলক এ প্রচারণা চালায়। মাত্র ১০০ টাকার চালান ও ৩ টাকার ভর্তি ফরমসহ মোট ১০৩ টাকায় আগামী ২৯ জুন সিলেট জেলা পুলিশ লাইন্স মাঠে শারীরিক পরীক্ষার মাধ্যমে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লোক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। পর্যায়ক্রমে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হবে। যোগ্য প্রার্থীকে সম্পূর্ণ মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে।

Manual7 Ad Code

প্রচারনা লিফলেট থেকে জানানো হয়, টাউট, বাটপার ও অসাধু ব্যক্তিদের প্রলোভনে পা দিয়ে কোনো প্রকার লেনদেন না করার জন্য অনুরোধ করা হয়। কোনো ধরণের তদবির করলে প্রার্থিতা বাতিল করা হবে। কেউ ভুয়া সার্টিফিকেট ও সনদপত্র নিয়োগ বোর্ডের সামনে প্রদর্শন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যাগ ও মোবাইল নিয়ে কোনো প্রার্থী মাঠে প্রবেশ করতে পারবে না। এছাড়াও কোনো পুলিশ সদস্য অনিয়ম বা আর্থিক লেনদেনে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রচারে উল্লেখ করা হয়।

প্রতারক হতে সাবধান থাকার জন্য সিলেট জেলা পুলিশের প্রচারের অংশ হিসেবে মূলত এ গণসচেতনতা মূলক প্রচারনা করে উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট পৌঁছে দিচ্ছেন গোয়াইনঘাট থানা পুলিশ সদস্যরা। প্রচারনায় থানার ওসি (তদন্ত) হিল্লোল রায়সহ থানায় কর্মরত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

এ ছাড়াও গোয়াইনঘাট থানা পুলিশের পক্ষথেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে গণসচেতনতা মূলক প্রচার চালানো হচ্ছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..