বন্যায় প্লাবিত নগরীর জিন্দাবাজার

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৯

বন্যায় প্লাবিত নগরীর জিন্দাবাজার

সিলেট নগরীর ১৫নং ওয়ার্ডের জিন্দাবাজারস্থ সোনালী ব্যাংকের উত্তর পাশে পুরানলেনের গলি সামান্য বৃষ্টিপাত হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে রাস্তা সহ পাশের বাসাবাড়িতে পানি ঢুকে অসহনীয় অবস্থার সৃষ্টি হওয়ায় জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে।

এলাকাবাসীর অভিযোগ, মহানগর এলাকায় জনসাধারণের সুবিধার্থে বক্স ড্রেন নির্মাণ করা হলেও দূর্ভোগ আগের চেয়ে আরো ভয়াবহ আকার ধারণ করেছে। তিন তারা বিপনীর নিচে ঘন ঘন পাকা পিলার থাকার ফলে পানি নিস্কাশন না হওয়ায় দূর্ভোগ পোহাচ্ছে এখন সাধারণ মানুষ। অপরিকল্পিতভাবে বক্স কার্লবাট নির্মাণের ফলে ময়লা আবর্জনা জমে পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে বার বার অবহিত করার পরও কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।

একটু বৃষ্টি পাত হলেই পুরানলেন গলির বাসিন্দারা আতঙ্কে থাকেন কখনজানি বাসায় পানি ঢুকে মুল্যবান জিনিসপত্র সব নষ্ট হয়ে যায়। এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..