কানাইঘাটে প্রতি বৃহস্পতিবার বসবে সীমান্ত বাজার

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, জুন ১৫, ২০১৯

কানাইঘাটে প্রতি বৃহস্পতিবার বসবে সীমান্ত বাজার

সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী সোনাতনপুঞ্জি এলাকায় বাংলাদেশ ও ভারতের যৌথ বর্ডার হাট বা সীমান্ত বাজার স্থাপনের লক্ষ্যে উভয় দেশের প্রতিনিধি দলের চ‚ড়ান্ত বৈঠক নো-মেনস্ ল্যান্ড এলাকায় অনুষ্টিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে উভয় দেশের সীমান্তবর্তী ১৩১৫ মেইন পিলারের পাশে বর্ডার হাট বাজার স্থাপনের লক্ষ্যে অনুষ্টিত বৈঠকে ৭ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আবুল কালাম, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম, কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, সিলেট আবগারি শুল্ক ও ভ্যাট অফিসের যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দিন পালোয়ান, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) লুসিকান্ত হাজং, ১৯ বর্ডারগার্ড জকিগঞ্জ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মিজানুর রহমান, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান জেমসলিও ফারগুশন নানকা। অপরদিকে ১৫ সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের মেঘালয় রাজ্যের ইস্ট জৈন্তা পার্বত্য জেলার ডেপুটি কমিশনার এফএম দপ্ত এর নেতৃত্বে উপস্থিত ছিলেন, ইস্ট জৈন্তা পার্বত্য জেলা মেঘালয়ের কর্মাস ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার এস পাসউয়েত, ডেপুটি ডিরেক্টর ডাবøু ওয়ারসং, করিমগঞ্জ ডিভিশনের কাষ্টম প্রিভেন্টিভ ফোর্সের এসিস্টেন্ট কমিশনার এইচ কে দাস, শিলং মাউপাত ৯৭ বিএন বিএসএফ’র এসিস্টেন্ট কমান্ডডেন্ট দিপক কুমার, বøক ডেভলাপমেন্ট অফিসার এস মারুয়েন, ইস্ট জৈন্তা পার্বত্য জেলা মেঘালয়েল জেলা কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ ফাংশনাল ম্যানেজার জিপালা, ইন্ডাষ্ট্রিয়াল প্রমোশন অফিসার একে ফানকন, মেঘালয় ইন্ডাষ্ট্রিয়াল ডেভলাপমেন্ট কর্পোরেশন শিলং এর এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার ডি.ডি নঙ্গমালীহ, এসিস্টেন্ট ম্যানেজার এ.জি.ডি. ওয়ানবাহ, বিএসএফের ৯৭ ব্যাটালিয়নের কর্নেল এইচ.এস রাওয়াত মেঘালয়ের ইস্ট জৈন্তা পার্বত্য জেলার এসপি বিবেকানন্দ, রাম্বাই প্রতিনিধি ডালই ই শের প্রমুখ। দু’দেশের প্রতিনিধি দলের বৈঠকে বর্ডার হাট বা সীমান্ত বাজারের জায়গা দু’দেশের প্রতিনিধি দলের উপস্থিতিতে উভয় দেশের ১ একর ১৭ শতক জায়গা সনাক্ত করন ও যাবতীয় প্রশাসনিক কাজ বৈঠকে সম্পন্ন হয়। সীমান্ত বাজার প্রতি বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বসবে বলে সিন্ধান্ত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় করতে উভয় দেশের সীমান্তবর্তী এলাকায় বর্ডার হাট চালু করা হচ্ছে। কানাইঘাট সীমান্তে উভয় দেশের ১৩১৫ মেইন পিলারের পাশে বর্ডার হাট বা সীমান্ত বাজার স্থাপনের লক্ষ্যে প্রশাসনিক পর্যায়ে সব ধরনের কাজ বৈঠকে সম্পন্ন করা হয়েছে। আমাদের পক্ষ থেকে বর্ডার হাট বাজারের যাবতীয় ফাইল চ‚ড়ান্ত ভাবে বাণিজ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। দ্রæত সময়ের মধ্যে বর্ডারহাট বাজারের কার্যক্রম শুরু হবে বলে তিনি জানান। বৈঠকের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার এল কৃষ্ণ মূর্তি, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা ফারুক আহমদ চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংবাদিক শাহীন আহমদ সহ প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..