যৌন নিপিড়নের স্বীকার কুয়েত মৈত্রী হাসপাতালের সেই নার্সকে নির্যাতন করছেন শামীমা

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৯

যৌন নিপিড়নের স্বীকার কুয়েত মৈত্রী হাসপাতালের সেই নার্সকে নির্যাতন করছেন শামীমা

Manual5 Ad Code

যৌন নিপিড়নের স্বীকার কুয়েত মৈত্রী হাসপাতালের সেই সিনিয়র স্টাফ নার্স ঈদের ছুটি শেষে কর্মস্থলে আসার পর থেকেই বিভিন্ন ভাবে নির্যাতন করে যাচ্ছেন, ওই হাসপাতালের সাবেক পরিচালক আমিরুল হাসানের ঘনিষ্টজন নার্সিং সুপারভাইজার শামীমা আক্তার। তিনি হাসপাতালের পরিচালকের মাধ্যমে যে কারণে সুপারভাইজার এবং পরে অতিরিক্ত সেবা তত্বাবধায়ক হয়েছেন।

যৌন নিপিড়নের স্বীকার ওই সিনিয়র স্টাফ নার্সের উপর মানষিক অত্যাচার করেছে শামিমা। অভিযোগে প্রকাশ শামিমা ওই পরিচালকের দোসর হিসাবে কাজ করে যাচ্ছেন দীর্ঘ দিন থেকে। যার ফলে নার্সকে পদউন্নতি করেন সেই বহিস্কৃত ও বির্তকৃত পরিচালক আমিরুল হাসান।

জানা যায়, পরিচালকের একান্ত মানুষ ছিলেন শামিমা, পরিচালক দীর্ঘদিন থেকে নার্সদের যৌন হয়ারানি করে যাচ্ছিলো। কিন্তু শামিমা কোন প্রতিবাদ করতে দেয়নি। সে পরিচালকের সহযোগি হিসাবে কাজ করে যাচ্ছে। যৌন নিপিড়নের স্বীকার ওই নার্সকে ছুটিকালীন সময়ে তার বাসা থেকে ডেকে নিয়ে একটি ঘরে বন্ধি করে নির্যাতন করছে। এমনকি একটি ছবিতে দেখা যাচ্ছে পরিচালক আমিরুল হাসানের বিরুদ্ধে যৌন নিপিড়নের সাক্ষাৎ নিচ্ছে একটি টেলিভিশন পাশে সহযোগী হিসাবে বসে আছে শামিমা।

Manual6 Ad Code

যৌন নিপিড়নের স্বীকার সেই নার্সকে বার বার মামলা তুলে নিতে বলছে শামীমা। ওই নার্সের কাছে লোকও পাঠিয়েছিল কিন্তু তিনি রাজি হননি। এখন সে অন্য কারো সাথে অশ্লীল ছবি রেডি করতেছে নার্সকে সামাজিক ভাবে হেয় করার জন্য। যে কোন ক্রাইম করানোর চেষ্টা করতেছে শামীমা আক্তার।

Manual4 Ad Code

যৌন নিপিড়নের স্বীকার সেই নার্সকে যারা সহযোগিতা করছেন এবং এ ঘটনার সাক্ষী দিচ্ছেন, তাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে শামিমা। শামিমা যৌন নিপিড়নের স্বীকার সেই নার্সকে বলেন, যদি আমিরুল হাসানের বিরুদ্ধে মামলাটি মিথ্যা প্রমানিত হয়। তাহলে তোমাদের সবকটার চৌদ্দ বছরের জেল হবে। পরিচালক ডাঃ আমিরুল হাসান পয়সা ওয়ালা তোমরা এটা মনে রেখো।

এমনকি শামিমা নার্সিংয়ের প্রধান পদে থাকায় ওই নার্সকে মানসিক ভাবে নিযার্রতন করে আসতেছেন। ঈদের ছুটি শেষে কর্মস্থলে আসার পর থেকে যৌন নিপিড়নের স্বীকার সেই নার্সকে অর্ধেক ডিউটি এক ডিপার্রটমেন্টে করিয়ে অন্য ডিপার্রটমেম্নে বাকি সময় ডিউটিতে হচ্ছে। এই নার্সকে সারাক্ষন মানসিক ভাবে নিযার্রতন করে যাচ্ছেন শামিমা।

উক্ত বিষয়ে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে নার্সিং সুপারভাইজার শামিমা আক্তারের সত্যতা জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন অফিসে আসেন আসলে বলবো।

Manual6 Ad Code

উল্লেখ্য, শামীমা, নিজ বেতনে নার্সিং সুপারভাইজার পদে কুয়েত বাংলাদেশ হাসপাতালে কর্রমরত আছেন। সাবেক পরিচালক ডাঃ আমিরুল হাসানের নিজ ক্ষমতায় বানানো সেবা তত্বাবধায়ক শামীমা।

Manual4 Ad Code

পরিচালক শামিমাকে উপহার স্বরূপ গত ১৩ এপ্রিল পদউন্নতি অতিরিক্ত সেবা তত্বাবধায়কের আসনে বসিয়েছেন। কিন্তু লোকাল অথরিটি এ ধরনের আদেশ দেওয়ার কোনো অধিকার বা আইন কোনটাই নেই। বিদায় নার্সরা পরিচালক ও শামিমার বিচার দাবি করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..