সিলেট ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, জুন ১২, ২০১৯
সিলেট নগরীর কাজীরবাজার থেকে ছয়টি জেলার ৬ জুয়াড়িকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বাগবাড়ির আব্দুস সামাদের ছেলে কাউসার আহমদ (৩৭), সুনামগঞ্জ জেলার সদর থানার বনগাঁওয়ের সুরুজ মিয়ার ছেলে মো. কাজল (৩৫), কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার দিশাবনের মৃত আব্দুল গণির ছেলে আবুল কাশেম (৩৫), ময়মনসিংহ জেলার ফুলপুরের বাসাটির জয়নাল মিয়ার ছেলে মো. কেরানী (৩৮), কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার শাহশ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ডালিম মিয়া (৩৬) এবং সিলেটের জালালাবাদ থানার টুকেরগাঁওয়ের মৃত আব্দুল মনাফের ছেলে দেলোয়ার হোসেন (৩৫)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, আটককৃতদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd