সিলেট ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, মে ৩০, ২০১৯
কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সোনাতনপুঞ্জি গ্রামে আজ বুধবার ভোর ৬টার দিকে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহতের খবর পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় ৮ জনকে সিওমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে কানাইঘাট থানার ওসি (তদন্ত) আনোয়ার জাহিদ একদল পুলিশ নিয়ে সকাল ৭টায় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সোনাতনপুঞ্জি গ্রামে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মাওঃ আহমদ হোসেন ও তোতা মিয়ার মধ্যে নানা বিষয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে স্থানীয় সুরাইঘাট বাজারে ইউপি সদস্য আহমদ হোসেন ও তোতা মিয়ার মধ্যে একটি সালিশ বৈঠকে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে রাত ২টার দিকে ইউপি সদস্য আহমদ হোসেন সুরইঘাট বাজার থেকে বাড়ী ফেরার পথে তোতা মিয়া তার বাড়ীর নিকটে পৌঁছামাত্র তার উপর তোতা মিয়ার লোকজন হামলার চেষ্টা করলে ইউপি সদস্য নিরাপদ স্থানে এসে স্বজনদের খবর দিলে তাকে তারা নিরাপদে বাড়ীতে নিয়ে যান। এ নিয়ে উভয় পক্ষের লোকজনদের মধ্যে গ্রামে মারাত্মক উত্তেজনা ছড়িয়ে পড়লে ফযরের নামাজের পর ভোর সাড়ে ৬টার দিকে দেশীয় লাঠি-সোটা, ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সোনাতনপুঞ্জি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে ইউপি সদস্য আহমদ হোসেনের পক্ষের আফতাব উদ্দিন, আলিম উদ্দিন, এখলাছ উদ্দিন, ফয়ছল, কিবরিয়া ও তোতা মিয়ার পক্ষের সিরাজ আহমদ, শাহাব উদ্দিন, কালা মিয়া গুরুতর আহত হলে তাদেরকে সিওমেক হাসপাতালে প্রেরণ করা হয়। আহত অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। একপর্যায়ে থানা পুলিশ এলাকার লোকজন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ থামান এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। মারামারির ঘটনায় উভয় পক্ষ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। সংঘর্ষ নিয়ে পাল্টা-পাল্টি বক্তব্য পাওয়া গেছে। ইউপি সদস্য আহমদ হোসেনের অভিযোগ, তোতা মিয়া সোনাতনপুঞ্জি সহ আশপাশ এলাকায় সব-সময় সমাজ বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে কথাবার্তা বলে থাকে। সে মাদক সেবন, এলাকায় জোয়ার আসর বসিয়ে যুব সমাজকে বিপথগামী করলে এতে তিনি তোতা মিয়ার এসব কর্মকান্ডের বাঁধা প্রদান করায় ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সুরইঘাট বাজার ও বুধবার সেহ্রির সময় বাড়ী ফেরার পথে তোতা মিয়ার নেতৃত্বে তার উপর হামলা করা হয়, এ নিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। অপরদিকে তোতা মিয়া জানিয়েছেন, তিনি ইউপি সদস্য আহমদ হোসেনের কাছে বেশকিছু টাকা পাবেন, দীর্ঘদিন ধরে তার টাকা পরিশোধ না করায় মঙ্গলবার সুরইঘাট বাজারে পাওনা টাকা চাইতে গিয়ে আহমদ হোসেনের লোকজন তার উপর হামলা করে এবং বুধবার ভোরে তার লোকজন লাঠি-সোটা নিয়ে আমার নাম ধরে ডাকা-ডাকি করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে স্থানীয় অনেকে জানিয়েছেন, চোরাচালান ও ভারতীয় সুপারির টাকার লাভের ভাগ-বাটোয়ারা নিয়ে আহমদ হোসেন ও তোতা মিয়ার মধ্যে বিরোধের জের নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানার সেকেন্ড অফিসার এসআই স্বপন চন্দ্র সরকারের সাথে কথা হলে তিনি বলেন, ইউপি সদস্য আহমদ হোসেন ও তোতা মিয়ার পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে তিনি ও থানার ওসি (তদন্ত) আনোয়ার জাহিদ স্যার সহ একদল পুলিশ নিয়ে দ্রæত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। থানায় এখনও কোন পক্ষ অভিযোগ দায়ের করেনি বলে তিনি জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd