রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে রোগীদের সেবা করতে হবে বি.গ্রে. জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, মে ২৭, ২০১৯

 রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে রোগীদের সেবা করতে হবে বি.গ্রে. জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার উদ্যোগে সোমবার (২৭ মে) নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনএ ওসমানী হাসপাতালের সভাপতি শামীমা নাসরিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানী হাসপাতালের পরিচালক বি.গ্রে. জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান।

 

এসময় তিনি বলেন, বিশ্বব্যাপী মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাময় ও গুরুত্বপূর্ণ হলো রমজান মাস। ইসলামি দুনিয়ায় পবিত্র কোরআন নাজিলের মাস রমজানের আগমনের প্রাক্কালে সূচিত হয়েছে ঐশী প্রণোদনা। স্বীয় কল্যাণ সাধনের লক্ষ্যে আত্মসংযম আর কৃচ্ছ্বতার পরমবর্তের মাধ্যমে মুসলমানরা নিজের আত্মশুদ্ধির সর্বোচ্চ চেষ্টায় দিনে রোজা আর রাতে নামাজের মাধ্যমে সদা-নিবেদিত করতে হবে। রমজান আমাদের সংযমের শিক্ষা দেয়। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে রোগীদের সেবা করতে হবে।

 

বিশেষ অতিথি ছিলেন বিএমএ’র সভাপতি ও স্বাচিপ এর আহ্বায়ক অধ্যাপক ডা. রোকন উদ্দিন আহমদ, সিলেট বিভাগীয় পরিচালক ডা. দেবপদ রায়, হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবুল কালাম আজাদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামূল কবির, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, স্বাচিপ সিলেটের যুগ্ম আহ্বায়ক সহযোগী অধ্যাপক ডা. মো. হোসেন রবিন, সহযোগী অধ্যাপক ডা. এসএম হাবিব উল্লাহ সেলিম, ক্যাজুয়ালটি বিভাগের কো-অর্ডিনেটর ডা. শ্যামল চন্দ্র বর্মন, বিএমএ সুনামগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ডা. এএম নুরুল ইসলাম, ডা. কায়সার খোকন, ওসমানী হাসপাতালের রেজিস্টার ডা. হাবিব মৃধা, ইন্টার্ন চিকিৎসক ডা. আরাফাত, সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ ফয়ছল আহমদ চৌধুরী, নার্সিং বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ইলা রানী দেব, ওসমানী হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক শিউলী আক্তার, উপসেবা তত্ত্বাবধায়ক রেনোয়ারা আক্তার, শহীদ সামসুদ্দিন হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক ইয়াসমিন, সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ইলা রানী দেব, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল মালেক খান, পিএটু পরিচালক মো. রুহুল আমিন, ওয়ার্ড মাস্টার রওশন হাবিব, বিএনএ ওসমানী হাসপাতালের সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল, মো. সিরাজুল ইসলাম, ভ্রান্তি বালা দেবী, খাদিজা বেগম, জুবেদা খানম, সহ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, মো. ইউসুফ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ চন্দ্র দাস, সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, মহেশ বিশ্বাস, কোষাধ্যক্ষ নিলুফা ইয়াসমীন, সহ কোষাধ্যক্ষ রেবা রানী পাল, দপ্তর সম্পাদক ইমরান আহমদ তাফাদার, সহ দপ্তর সম্পাদক সাহেনা আক্তার রেখা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শামসুল আলম, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজির আলম, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সমীর চন্দ্র দাস, বিজ্ঞান ও গবেষণা সম্পাদক সুরাইয়ার পারভীন, সহ বিজ্ঞান ও গবেষণা সম্পাদক একরামুল হক, সমাজ কল্যাণ সম্পাদক মো. আব্দুল খালিক, সহ সমাজ কল্যাণ সম্পাদক সবিতা রানী দে, ধর্ম সম্পাদক জাহিদ মোহাম্মদ, সহ ধর্ম সম্পাদক রতœা রানী দাস, ছাত্র সম্পাদক তারিক হাসান, সহ ছাত্র সম্পাদক মো. কিবরিয়া খোকন, কার্যকরী সদস্য মোমেনা বেগম, শ্যামলী বালা, কুমারী রানী সাহা, আনোয়ারা বেগম, নাসিমা আক্তার, কাকলী রানী পাল, আব্দুল্লাহ আল মামুন, রেখা রানী, কল্যাণী দত্ত, সাদিয়া সুলতানা, পারভীন সুলতানা চৌধুরী, মোসা. তায়্যিবুলা আক্তার, শাহানারা খানম, সুমন চন্দ্র দেব, মি. লোকমান হোসেন, আওলাদ হোসেন মাছুম, রাগীব রাবেয়া মেডিকেলের সেবা তত্ত্বাবধায়ক উৎপল দেব, বিএনএ কার্যকরী সদস্য সাব্বির আহমদ তফাদার, এম. ডব্লিউ সিলেট নার্সিং কলেজের সভাপতি অনিক দে, সাধারণ সম্পাদক সিমী শিকদার, কোষাধ্যক্ষ তানজিনা তিথী, ৩য় শ্রেণি কর্মচারী সভাপতি মো. নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল খয়ের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান লিমন, ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির ক্রীড়া সম্পাদক সজিব আহমদ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..