কুলাউড়ায় কিশোরীকে ধর্ষণের ঘটনায় প্রেমিক আটক

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, মে ২২, ২০১৯

কুলাউড়ায় কিশোরীকে ধর্ষণের ঘটনায় প্রেমিক আটক

কুলাউড়ায় ১৯ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় কথিত প্রেমিক কামাল মিয়া (২২) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। সে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামের ছিকন্দর আলীর ছেলে। এঘটনায় ধর্ষিতা নিজে বাদী হয়ে বুধবার (২২ মে) কুলাউড়া থানায় মামলা (২২ মে, মামলা নং ৩৭/১৯) দায়ের করেন।

জানা গেছে, প্রেমের ফাঁদে ফেলে মঙ্গলবার (২১ মে) বিকালে উপজেলার গনকিয়া এলাকার পাহাড়ে নির্জন স্থানে ওই কিশোরীকে ধর্ষণের এক পর্যায়ে স্থানীয় লোকজন বিষয়টি টেরপায় এবং ঘটনাস্থল থেকে ধর্ষককে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে সন্ধ্যার পর কুলাউড়া থানার এসআই বাদল তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

আটকের সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। পরীক্ষা নিরীক্ষার জন্য মেয়েটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃত কামালকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..