সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, মে ১২, ২০১৯
কানাইঘাট পৌর শহর সহ গুরুত্বপূর্ণ স্থানে রাস্তার উপর ঝুকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি অপসারনের উদ্যোগ গ্রহন করেছেন পৌর মেয়র নিজাম উদ্দিন। সম্প্রতি তিনি জেলা মাসিক সমন্বয় কমিটির সভায় কানাইঘাট পৌর শহরের জনগুরুত্বপূর্ণ রাস্তার উপর দন্ডমান বৈদ্যুতিক খুঁটি দূর্ঘটনা এড়াতে জনস্বার্থে অপসারন করার জন্য সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল হকের কাছে দাবী জানান।
মেয়র নিজাম উদ্দিনের দাবীর প্রেক্ষিতে যেসব বৈদ্যুতিক খুঁটি ঝুকিপূর্ণ অবস্থায় রাস্তার উপর আছে তা অন্যত্র সরানোর জন্য জেলা প্রশাসক ইমদাদুল হক সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর কর্র্র্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। মেয়র নিজাম উদ্দিন জানিয়েছেন, কিছু দিনের মধ্যে কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে জনগুরুত্বপূর্ণ রাস্তায় যেসব প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বৈদ্যুতিক খুঁটি রয়েছে তা চিহ্নিত করে অপসারন করা হবে এবং ইতিমধ্যে এব্যাপারে পল্লীবিদ্যুৎ কর্মকর্তাদের সাথে তার বৈঠক হয়েছে।
তিনি বলেন, আমি বিষয়টি জেলা প্রশাসকের কাছে তোলে ধরে ছিলাম তিনি পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষকে নিয়ে ঝুকিপূর্ণ খুঁটি অপসারন করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd