গতকাল শনিবার রাতে কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান সাংবাদিদের বলেন, ‘পুলিশের কাছে গোপন খবর ছিল বেনাপোল সীমান্ত দিয়ে আমিনুর ভারতে পালিয়ে যাচ্ছে। এ খবর পেয়ে পুলিশ বেনাপোল সীমান্তের গাতিপাড়া গ্রাম থেকে তাকে আটক করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা সে পুলিশের কাছে স্বীকার করেছে। তাকে আজ রবিবার আদালতে হাজির করা হবে।’
ভুক্তভোগী শিশুদের পরিবারের সদস্যরা জানায়, বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার তিন সন্তানের জনক আমিনুর স্কুলফেরত মেয়েদের চকোলেট ও ফল খাওয়ানোর প্রলোভন দিয়ে একটি বাগানে নিয়ে এসব ঘটনা ঘটায়।