৬ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় শিক্ষক আটক

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, মে ৫, ২০১৯

৬ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় শিক্ষক আটক

ক্রাইম সিলেট ডেস্ক : যশোরে ছয় শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও যৌন নিপীড়ন ঘটনায় অভিযুক্ত পলাতক আসামি আমিনুরকে গতকাল শনিবার বেনাপোলের গাতিপাড়া থেকে কোতোয়ালি থানা পুলিশ আটক করেছে। 

গতকাল শনিবার রাতে কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান সাংবাদিদের বলেন, ‘পুলিশের কাছে গোপন খবর ছিল বেনাপোল সীমান্ত দিয়ে আমিনুর ভারতে পালিয়ে যাচ্ছে। এ খবর পেয়ে পুলিশ বেনাপোল সীমান্তের গাতিপাড়া গ্রাম থেকে তাকে আটক করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা সে পুলিশের কাছে স্বীকার করেছে। তাকে আজ রবিবার আদালতে হাজির করা হবে।’

উল্লেখ্য, যশোর শহরের খড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয় ছাত্রীকে তিন সন্তানের জনক আমিনুর বিভিন্ন সময় যৌন নিপীড়ন করে। এ অভিযোগে গত ১ মে তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়। এরপর ধর্ষণের শিকার এক শিশুর বোনকে বাদী করে মামলা গ্রহণ করে পুলিশ। এ মামলায় নিপীড়নের শিকার ছয় শিক্ষার্থীর মধ্যে চারজনকে ধর্ষণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী শিশুদের পরিবারের সদস্যরা জানায়, বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার তিন সন্তানের জনক আমিনুর স্কুলফেরত মেয়েদের চকোলেট ও ফল খাওয়ানোর প্রলোভন দিয়ে একটি বাগানে নিয়ে এসব ঘটনা ঘটায়।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..