সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, মে ১, ২০১৯
জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের শাহবাগ এলাকার মহিদপুর গ্রামে মধ্যরাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।
মহিদপুর গ্রামের লুকমান আহমদের বাড়িতে মঙ্গলবার দিবাগত রাত ১ টা ৩০ মিনিটের সময় অস্ত্রধারী একদল ডাকাত বসত ঘরে ঢুকে নগদ প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা, ৭/৮ তুলা স্বর্ণ, রূপার চেইন, দামী কাপড়-চোপড় বিভিন্ন মুল্যবান জিনিসপত্র ও বেশ কিছু মালামাল নিয়ে যায়।
খবর পেয় বুধবার সকালে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাড়ির মালিক লোকমান আহমদ জানান, পূর্ব শত্রুতার জের ধরে একটি ট্রাস্ট গঠনকে কেন্দ্র করে এ ডাকাতির ঘটনা ঘটতে পারে। প্রাথমিক ভাবে আমরা এমনটাই ধারণা করছি।
জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সালাউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি ডাকাতির ঘটনাটি অস্বীকার করে বলেন, বাড়ির মালিক লোকমান আহমদ জানিয়েছেন পূর্ব শত্রুতার জের ধরে ও একটি ট্রাস্ট গঠনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। তবে এ ব্যাপারে পুলিশি তদন্ত সাপেক্ষে প্রয়োনীয় ব্যাবস্থা গ্রহণ করবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd