সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেটের মদন মোহন কলেজের শিক্ষক সাইফুর রহমান হত্যায় জড়িত সন্দেহে রোববার দুপুরে দুইজনকে আটক করেছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, মরদেহ উদ্ধারের পরপরই তাদের আটক করা হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে শিক্ষক হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মদন মোহন কলেজের শিক্ষার্থীরা। এ সময় জড়িতদের খুঁজে বের করতে ২৪ ঘন্টার অল্টিমেটাম দেয় তারা।
মদন মোহন কলেজের পৌরনীতি বিভাগের শিক্ষক তপন পাল জানান, সাইফুরের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। হত্যাকারীদের খুঁজে বের না করলে আমরা আন্দোলনে নামবো।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd