সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লাউয়াছড়া বন সংলগ্ন দক্ষিণ বালিগাঁও বটতলার হীড বাংলাদেশের খেলার মাঠে আনন্দ মেলার নামে জুয়ার আসর ও অশ্লীল কর্মকান্ডের প্রস্তুতি চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের আপত্তি থাকা সত্ত্বেও প্রভাবশালী একটি মহল সুকৌশলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে আনন্দ মেলা করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আনন্দ মেলার নামে জুয়া ও অসামাজিক কার্যক্রম বন্ধের বিরুদ্ধে কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সুরমান মিয়া, এলাকাবাসীসহ ও ধর্মপ্রাণ মুসল্লিরা ইতিমধ্যেই প্রশাসনের নিকট লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা অধ্যাপক মোহাম্মদ রফিকুর রহমানের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন অানন্দ মেলার নামে জুয়া ও অশ্লীল কার্যক্রমের প্রস্তুুতি চলছে তার তীব্র নিন্ধা ও প্রতিবাদ জানাই, সেই সাথে সকলকে ঐক্যবন্ধ হয়ে অসামাজিক কর্মকাণ্ড বন্ধের অাহব্বান জানান।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আরিফুল রহমান বলেন প্রশাসন কর্তৃক আনন্দমেলার কোন অনুমতি দেওয়া হয়নি।
পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান পরিবেশবাদী মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ বলেন লাউয়াছড়া বনের সংলগ্ন আনন্দমেলার উচ্চ শব্দ, আলোকসজ্জা ও গান বাজনা বন্য প্রাণীর জন্য মারাত্মক হুমকি। আনন্দ মেলা বনের সংলগ্ন বিশেষ করে সংরক্ষিত বনের এলাকাতে করতে দেওয়া মানে জীববৈচিত্র্য ধ্বংস করা।
স্থানীয়দের সাথে আলাপ করলে জানা যায়, আনন্দ মেলার নামে জুয়া ও অশ্লীল কর্মকাণ্ডের প্রশ্রয় যদি দেওয়া হয় তাহলে স্কুল, কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীর পড়ালেখায় ব্যাঘাত, এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, এমনকি ধর্ষণ বেড়ে যাবে। স্থানীয়রা আনন্দ মেলা বন্ধের জন্য জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি অাহব্বান জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd