মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট :: গোয়াইনঘাটের লেঙ্গুড়া, তোয়াকুল ও নন্দিরগাঁও এলাকায় হাওরাঞ্চলে বসবাসরত জনসাধারণ জীবনমানের অভূতপূর্ব উন্নয়ন এবং জীবনমানের পরিবর্তন ঘটতে যাচ্ছে। স্বাধীনতা পরবর্তী আজও কোনো সরকারই যেখানে রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, স্লুইচ গেট, বিদ্যুৎ, চিকিৎসা, শিক্ষা কিংবা যোগাযোগ ব্যবস্থার পরিবর্তনে কোনো কার্যত ব্যবস্থা নেয়নি, সেখানে দ্বীপশিখা হয়ে আর্বিভূত হয়েছেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ। তার ঐকান্তিক চেষ্টা আর অদম্য স্পৃহায় সেই অজপাড়াগাঁর গোয়াইনঘাটের হাওরাঞ্চলবাসীর দুঃখ লাঘবের গল্প রচিত হয়েছে। ইমরান আহমদ এখানকার হাওরাঞ্চলের মানুষ জনের বাড়িঘরে যেখানে বিদ্যুৎ নেই সেখানে বিদ্যুৎ, সোলার ব্যবস্থা করেছেন। চিকিৎসার জন্য করে গিয়েছেন অগণিত কমিউনিটি ক্লিনিক। শুধু কি তাই হাওরাঞ্চল বেষ্টিত দক্ষিণ-পশ্চিম গোয়াইনঘাটের মানুষের গোয়াইনঘাট সদরের সঙ্গে এবং গোয়াইনঘাট সদরসহ পূর্ব-উত্তর গোয়াইনঘাটবাসীর সিলেট শহরের যাতায়াতে দূরত্ব কমিয়ে তৈরি করছেন বিশাল বড় সড়ক। উক্ত সড়কটি শুধু সড়কই নয় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আর কোনো দিন গোয়াইনঘাটের হাওরসমূহের রোপা বোরো এবং রবিশস্য রক্ষায় বেড়িবাঁধ হিসেবে কাজ করবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় সূত্র মতে প্রায় ৩ কোটি টাকার ব্যয়ে নির্মীয়মাণ গোয়াইনঘাটের ব্যস্ততম এই প্রকল্পের নাম গোয়াইনঘাট জি.সি-নন্দিরগাঁও (সালুটিকর বাজার জ.ঐ.উ) ভায়া জুলুরমুখ বাজার গাং কিনারী রাস্তা।
২০১৭ সালে সরকারের তৎকালীন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ এমপি ১৭.৪৬ কি.মি. দৈর্ঘ্য এ সড়কের মাটির কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উক্ত প্রকল্পে উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয় হতে কর্মসৃজন প্রকল্প থেকে ২০১৬-২০১৭ অর্থ বছরে ১ম পর্যায়ে ৮ লাখ, ২য় পর্যায়ে ১০ লাখ ৮ হাজার, ২০১৭-২০১৮ অর্থ বছরে ১ম পর্যায়ে ৫ লাখ ৬০ হাজার, ২য় পর্যায়ে ১০ লাখ সর্বশেষ ২০১৮-২০১৯ অর্থ বছরের ১ম পর্যায়ে ৮ লাখ ৮ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ইতিপূর্বে উক্ত প্রকল্পের প্রায় ৭০% সম্পন্নের পথে। বিভিন্ন স্থানে বিগত দিনের ভরাটকৃত মাটি দেবে যাওয়ায় পুনরায় অর্থ বরাদ্দেরও প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ৭ই মার্চ বৃহস্পতিবার সরেজমিন উক্ত প্রকল্প পরিদর্শনকালে দেখা যায়, লেঙ্গুড়া গ্রামের দক্ষিণাংশ থেকে শুরু হয়ে পাবিজুরীখাল, লেঙ্গুড়া বাঘালতি পূর্ব পেকেরখাল (লক্ষ্মীনগর) মেউয়াবিল ভায়া জুলুরমুখ বাজার, শিয়ালা হাওর, চলিতাবাড়ী, চৌধুরীপাড়, দ্বারিরকান্দি, দ্বারিরপাড়, কচুপাড় হয়ে সালুটিকর বাজার পর্যন্ত বিস্তৃত প্রকল্পে কাজ চলছে দ্রুততায়। উক্ত প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি আবাদে গোয়াইনঘাটে বিপ্লব ঘটবে। পাশাপাশি লেঙ্গুড়া, তোয়াকুল এবং নন্দিরগাঁও ইউনিয়নের বিভিন্ন হাওর বেষ্টিতগ্রামে বসবাসরত জনসাধারণে সহজতর যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে এবং যাতায়াত ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনের পাশাপাশি প্রাথমিকে শিশু ঝড়ে পড়া হ্রাস পাবে, মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নও পরিবর্তন হবে ব্যাপক হারে। এ ব্যাপারে কথা হলে পূর্ব পেকেরখালের বাসিন্দা পূর্ব তোয়াকুল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মাসুক আহমদ জানান, হাওর বেষ্টিত অবহেলিত দক্ষিণ এবং পশ্চিম গোয়াইনঘাটের মানুষের যোগাযোগ ব্যবস্থার জীবনমান পরিবর্তনের মেঘা প্রকল্প গোয়াইনঘাট জি.সি-নন্দিরগাঁও (সালুটিকর বাজার জ.ঐ.উ) ভায়া জুলুরমুখ বাজার গাং কিনারী রাস্তা। উক্ত সড়কটি বাস্তবায়নের সঙ্গে সঙ্গে গোয়াইনঘাটের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের সঙ্গে উপজেলা সদরের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে, হাওরসমূহের ভিতরে আর কখনো উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আগ্রাসন চালাতে পারবে না। এখানকার মানুষজন বোরো এবং রবিশস্য আবাদ করে কৃষি বিপ্লব ঘটাবে। বিশাল ব্যয় সাপেক্ষ উক্ত মেঘা প্রকল্পের উদ্যোক্তা গোয়াইনঘাটের উন্নয়ন অগ্রযাত্রার প্রাণ পুরুষ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ এমপি। এ ব্যাপারে কথা হলে, সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ এমপি বলেন, আমি জনগণের জন্য রাজনীতি করি। জনগণের ভাগ্য উন্নয়নে আমি সব সময় নিরলসভাবে কাজ করে আসছি। হাওরবাসীর দুঃখ দুর্দশা লাঘবে সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরাসরি বিভিন্ন প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করিয়েছেন। এরই আওতায় সিলেটের গোয়াইনঘাটের উক্ত প্রকল্প পুরো দমে এগিয়ে চলছে। উক্ত প্রকল্প বাস্তবায়ন হলে সিলেটের সঙ্গে গোয়াইনঘাট দূরত্ব ৫ কি.মি. কমে যাওয়ার পাশাপাশি যোগাযোগ, কৃষিসহ স্থানীয় অবকাঠামো উন্নয়নে অভূতপূর্ব পরিবর্তন আসবে। এর পুরোপুরি সুফল ভোগ করবেন গোয়াইনঘাটের মানুষজন। সূত্র- মানবজমিন
Sharing is caring!