সিলেট ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : একই হাসপাতালের ৮ নার্সের বেবি বাম্পের ছবি প্রকাশ হওয়ার পর তোলপাড় শুরু হয়ে গেছে। কেঁচো খুঁড়তে অনেকটা সাপ বেরিয়ে আসার মতো অবস্থা। ঘটনা খুলে বলা যাক-
গত ২৩ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আটজন নার্স বেবি বাম্পের ছবি পোস্ট করেন। পরে জানা যায়, তাদের আরও একজন ছবিতে বাদ পড়েছেন, তিনিও অন্তঃসত্ত্বা।
এরা সবাই একই হাসপাতালে চাকরি করেন। শুধু তাই নয়, ৯ নার্সই কাজ করেন হাসপাতালের ডেলিভারি ইউনিটে। তারা সবাই নার্স। আগামী কয়েক মাসের মধ্যে সবাই মা হতে যাচ্ছেন।
এমন আশ্চর্য ঘটনাটি ঘটেছে পোর্টল্যান্ডের মেইন মেডিকেল সেন্টার হাসপাতালে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ওই ৯ নার্সের অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি স্বীকার করেছে পোর্টল্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ।
ওই নার্সরা হলেন- এরিন গ্রিনিয়ার, রাসেল স্টিলম্যাচ, ব্রিটনি ভারভিল, লোনি সূচি, আমন্ডা স্পিয়ার, সামান্থা গিগলিও, নিকোল বার্নস, হোলি সেলবি ও নিকোল গোল্ডবার্গ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী এপ্রিল ও জুলাইয়ের মাঝামাঝি সময়ে ৯ নার্স সন্তান প্রসব করবেন।
পোর্টল্যান্ডের হাসপাতালের ছবিতে দেখা গেছে, নার্সরা হাসপাতালের পোশাক পরে তাদের সন্তান প্রসবের নির্ধারিত তারিখসংবলিত কার্ডগুলো ধরেছিলেন। এই কার্ডগুলো গোলাপি ও নীল রঙের ছিল। এর সঙ্গে দুটি হলুদ ও একটি সবুজ রঙের কার্ডও দেখা গেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd