সিলেট ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৯
সিলেট :: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পুলিশে দায়িত্বরত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে সিলেট পুলিশ লাইন্স কনফারেন্স হলে এ সংবর্ধনা দেওয়া হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি কামরুল আহসান বিপিএম বার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, সিলেট জেলার পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম সহ সর্বস্তরের অফিসার ও ফোর্স। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের প্রথমেই বীর মুক্তিযোদ্ধাদের পরিচয় পর্ব ও স্মৃতিচারণ করা হয়।
এসময় বীর (পুলিশ) মুক্তিযোদ্ধারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনার তাদের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান, তাদের আত্মত্যাগের জন্যই আমরা একটি সুন্দর স্বাধীন দেশে বসবাস করতে পারছি। তিনি তাদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্বরণ করেন।
বিশেষ অতিথি তার বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার পরিজনদের সুখে দুঃখে পাশে থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।
সভাপতির বক্তব্যে গোলাম কিবরিয়া বিপিএম অনুষ্ঠানে আগত সকল বীর মুক্তিযোদ্ধাদের ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd