সিলেট মেট্রোপলিটন পুলিশের ৫ কর্মকর্তার রদবদল

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৯

সিলেট মেট্রোপলিটন পুলিশের ৫ কর্মকর্তার রদবদল

স্টাফ রিপোর্টার :: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) গণমাধ্যমে প্রেরিত সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (র.) থানার সহকারী পুলিশ কমিশনার মো. ইসমাইকে সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালী মডেল থানায় বদলি করা হয়েছে। এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার মো. মাইনুল আবছারকে শাহপরাণ (র.) থানার সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার সাদেক কাউসার দস্তগীরকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) হিসাবে পদায়নের কথা জানানো হয়।

সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) ইয়াহিয়া আল মামুনকে সহকারী পুলিশ কমিশনার হিসেবে এয়ারপোর্ট থানায় বদলি করা হয়েছে।

সহকারী পুলিশ কমিশনার (আরও) মো. বিল্লাল হোসেনকে মোগলাবাজারের সহকারী পুলিশ কমিশনার এবং মোগলাবাজার থানার সহকারী পুলিশ কমিশনার সুদীপ দাসকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে ডিবিতে পদায়ন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..