সিলেট ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৯
স্টাফ রিপোর্টার :: দ্বিতীয় দফা কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রতীকের প্রার্থী হাজী শামীম আহমদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
গত ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে শামীম আহমদের পিতা আলহাজ্ব আব্দুল বাছির আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এবারও আনারস প্রতীকে বিজয়ী লাভ করেন হাজী শামীম আহমদ ।
তিনি আনারস প্রতীক নিয়ে ২৮ হাজার ৬শ’ ৬১ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত জাহাঙ্গীর আলম প্রার্থী নৌকা প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৪শ’ ৫৭ ভোট।
এছাড়া আরেক বিদ্রোহী প্রার্থী আফতাব আলী কালা মিয়া কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ১শ’ ৩৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৭শ’ ৪৯ ভোট, হাফিজ মাছুম আহমদ টেলিফোন প্রতীকে ৫৫১ ভোট, জাতীয় পার্টির শামছু মিয়া চৌধুরী লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১২৪ ভোট ও
শামছুল হক মোটর সাইকেল প্রতীকে ১০৮ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে লাল মিয়া টিউবওয়েল প্রতীক নিয়ে ২৬ হাজার ৮শ’ ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী আমিনুল হক তালা প্রতীকে ১৬ হাজার ৭শ’ ৫১ ভোট পেয়েছেন। এছাড়া রিয়াজ উদ্দিন মাইক প্রতীকে ১১ হাজার ২শ’ ২৪ ভোট, সাংবাদিক আবিদুর রহমান টিয়া পাখি প্রতীকে ২ হাজার১শ’১৭ ভোট, আব্দুল হান্নান উড়োজাহাজ প্রতীকে ৬ শত ৯৭ ভোট, ডা: ফরিদ উদ্দিন চশমা প্রতীকে ৬ শত ১৭ ভোট পেয়েছেন ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আয়েশা বেগম কলস প্রতীক নিয়ে ৩১ হাজার ১শ’ ১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান (২বারের) ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা ফুটবল প্রতীক নিয়ে ১৫ হাজার ১শ’ ৮৮ ভোট পেয়েছেন।
অপর দুই প্রার্থীর মধ্যে রাহেলা বেগম পদ্মফুল ১ হাজার ৩শ’ ৯০ ভোট ও আফিয়া বেগম প্রজাপতি প্রতীক নিয়ে ২ হাজার ২শ’ ৯৫ ভোট পেয়েছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd