সিলেটের ১২টি উপজেলার ৮১৫টি ভোট কেন্দ্রই ভোটারশূণ্য

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৯

সিলেটের ১২টি উপজেলার ৮১৫টি ভোট কেন্দ্রই ভোটারশূণ্য

এম. আজমল আলী :: সিলেটের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্বের শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে সকাল ৮টা থেকে। তবে দুপুর ২টা পেরিয়ে গেলেও প্রায় ভোট কেন্দ্র ভোটারশূণ্য দেখা যাচ্ছে।
দু’একটি করে ভোট পড়লেও ভোটারদের তেমন কোন সারি দেখা যায়নি। তবে সবাই মনে করছেন বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে। কিন্তু দুইটা পর্যন্ত কোন ভোটার সংখ্যা বেড়েনি বলে জানিয়েছেন বিভিন্ন উপজেলার নির্বাচন পর্যবেক্ষক টিম।

আজ সোমবার (১৮ মার্চ) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ১২টি উপজেলার ৮১৫টি ভোটকেন্দ্রের ৪ হাজার ৪১৪টি কক্ষে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এই ১২ উপজেলায় এবার ভোটার সংখ্যা ১৭ লাখ ৯৩ হাজার ৭১০। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৮০ হাজার ৯০ জন ও নারী ভোটার ৮লাখ ৮৫ হাজার ৬২০ জন।

সিলেটের ১২ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৯ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৭৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে সাতটিতে ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থী রয়েছেন ১৬ জন। পাঁচটিতে রয়েছেন নৌকার একক প্রার্থী ছাড়াও জাতীয় পার্টির চারজন, বিএনপি ঘরানার স্বতন্ত্র প্রার্থী ছয়জন এবং ইসলামী ঐক্যজোটসহ (ওআইজে) ও অন্য স্বতন্ত্র ১৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলার ১২ উপজেলায় চার পৌরসভা ও ৯৭টি ইউনিয়ন মিলে মোট ভোটার রয়েছেন ১৭ লাখ ৮০ হাজার ৭১০ জন। এরমধ্যে পুরুষ ১০ লাখ আট হাজার ৯০ জন এবং মহিলা আট লাখ ৮৫ হাজার ৭১০ জন।

এসব উপজেলায় ৮১৫টি কেন্দ্রের ৪ হাজার ৪১৪ টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন ১৪ হাজার ৫৭ জন কর্মকর্তা। এরমধ্যে প্রিজাইডিং অফিসার ৮১৬, সহকারী প্রিজাইডিং অফিসার চার হাজার ৪১৪ এবং আট হাজার ৮২৮ জন পুলিং অফিসার।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..