সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৯
স্টাফ রিপোর্টার :: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গোয়াইনঘাটে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জয়ের পথে ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছেন দলটির বিদ্রোহী প্রার্থীরা। আগামী ১৮ই মার্চ অনুষ্টিতব্য উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থীরা এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গোয়াইনঘাট উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। সবমিলে এবারের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতিক নিয়ে গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল অনেকটা আতঙ্কে রয়েছেন। তবে তার জয়ের পথে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন একই দলের বিদ্রোহী প্রার্থীরা।
এদিকে প্রচার-প্রচারণার দিক দিয়েও এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী শাহ আলম স্বপন ঘোড়া প্রতিক নিয়ে। তিনি বিগত সময় ভাইস চেয়ারম্যান থাকাকালীন সময়ে উপজেলার জনসাধারণের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেন। বিদায় তার সমর্থকরা উপজেলার সর্বত্র ব্যপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, এবারে নির্বাচনে আওয়ামীলীগ’র প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ এবং বিএনপির প্রতিদ্বন্দ্বি না থাকায় সুযোগ নিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী শাহ আলম স্বপন। বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী নির্বাচনে না থাকায় বিএনপি নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন ঘোড়া প্রতিক নিয়ে উপজেলা চেয়ারম্যান প্রর্থী হয়েছেন। উপজেলাবাসী তাকে নিয়েই শপ্ন দেখছেন এবং আগামী ১৮ মার্চ নির্বাচনে জনগণ তাকে পছন্দ করবে এমন আসা নিয়ে মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন শাহ আলম স্বপন ।
উল্লেখ্য দিন ক্ষন ফুড়িয়ে আসায় ভোটার এবং প্রার্থীদের ব্যাস্থতায় গোঠা উপজেলায় এক অন্যরকম আমেজ বিরাজ করছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd