হবিগঞ্জে হিজড়ার উপর অভিমান করে যুবকের আত্মহত্যার চেষ্টা

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৯

হবিগঞ্জে হিজড়ার উপর অভিমান করে যুবকের আত্মহত্যার চেষ্টা

ক্রাইম সিলেট ডেস্ক : হবিগঞ্জে হিজড়ার প্রেমে ব্যর্থ হয়ে নিজেকে শেষ করে দেওয়ার সিন্ধান্ত নিয়েছেন শহরের বগলা বাজার এলাকার তন্ময় শিল্পালয়ের স্বত্তাধিকারী ব্যবসায়ী পংকজ বণিক (৩৭)।

জানা যায়, মেঘলা হিজড়ার সাথে ওই ব্যবসায়ীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল কিন্তু গত ২২ মার্চ শুক্রবার দিনে তাদের দুই জনের মধ্যে মনমালিন্য হয়। পরে মেঘলা হিজড়া পংকজ বণিকের সাথে কথা না বলাতে ভালবাসা প্রমাণ করার জন্য শুক্রবার মধ্যরাতে প্রেমিক তার নিজের শরীরে ছুরিকাঘাতে আহত হয়। তাদের এমন ঘটনার হবিগঞ্জের হিজড়া জনগোষ্টীর মধ্যে নেমে আসে চরম অশান্তি।

হবিগঞ্জের স্থানীয় হিজড়ারা জানান, মেঘলা হিজড়া পংকজ বণিকের প্রেমের সম্পর্ক কয়েক বছরের তারা একে অপরকে ভালবাসত এবং তাদের চলাফেরা ছিল অনেক গভির। হটাৎ তারা দুজনের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এরপর মেঘলা হিজড়ার উপর অভিমান করে পংকজ বণিক নিজে আহত হয়েছেন। এদিকে সকল হিজড়াদের সমালোচনার মুখামোখি করছেন পংকজ বণিক। তাদের এমন আচরণে হিজড়াদের উপর থেকে মানুষের আস্তা হারাতে বসছে দাবি স্থানীয় হিজড়াদের।

এদিকে সিলেট বিভাগীয় হিজড়া কল্যাণ সংস্থার সভপতি গুরু মা সুন্দরী হিজড়া জানান, আমাদের হিজড়ারা মানুষের মন জয় করে তারা বিভিন্ন বিয়ের অনুষ্টান থেকে টাকা ইনকাম করে। তারা মানুষের সাথে কোন খারাপ আচরণ করে না। বরং সর্বদা মানুষের সাথে ভাল ব্যবহার করে এটাই হিজড়াদের ধর্ম। কিন্তু পংকজ বণিক সে নিজে আহত হয়ে হিজড়াদের উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ঘটনার জন্য পংকজ বণিক সে নিজেই দায়ী বলে মনে করেন তিনি।

উল্লেখ: ছুরিকাঘাতের পর পংকজ বণিক নামের ওই ব্যবসায়ীকে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..