অনেক ভালোবাসি মা…

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, মার্চ ৪, ২০১৯

অনেক ভালোবাসি মা…

অাজ সোমবার ৪ মার্চ দৈনিক সবুজ সিলেটের প্রধান প্রতিবেদক ও দৈনিক আমাদের সময়ের সিলেট প্রতিনিধি নুরুল হক শিপুর জন্মদিন। জন্মদিনে তিনি পৃথিবীর সকল মায়ের প্রতি ভালোবাসা জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি ক্রাইম সিলেটের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

অনেক ভালোবাসি মা…
জন্মদিনে অনেকেই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। তাদের কেউ আমার সুহৃদ, কেউ বন্ধু, অনুজ, কেউবা আমার অভিভাবকতুল্য গুরুজন। সবার শুভেচ্ছাকে হৃদয় দিয়ে ধারণ করেছি। জন্মের এইতো সুখ। কিন্তু এই সুখটুকু আমাকে উপহার দিতে গিয়ে কেউ একজনকে কতটা কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে, ভাবলেই শিউরে ওঠি।
আমার মা, এই মানুষ জন্মের জন্য তোমার কাছে ঋণি মা, অপরাধিও।
জন্মমুহূর্তে অন্যসব সন্তানের মতোই আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। একমাত্র মা’ই জানে সন্তান ধারণ ও জন্মদানের তীব্র কষ্ট ও অবিমিশ্র সুখের কথা। তোমার কষ্টের ভাগ আমি নিতে পারবো না কোনো দিনও। কিন্তু যতদিন তোমার কোমল মায়ায় বেঁচে আছি, তোমার মনে সামান্য দুঃখের ছোঁয়াও যেন না লাগতে দিই।
অনেক ভালোবাসি মা!
আমার জন্মদিনে পৃথিবীর সকল মায়ের জন্য ভালোবাসা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..