সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
সিলেট :: পাতা ঝরিয়ে প্রকৃতির রঙ্গমঞ্চ থেকে বিদায় নিয়েছে শীত। বসন্ত বন্দনায় প্রকৃতিতে রঙের আবির আর সৌন্দর্যের আগুন ছড়িয়ে হাজির হয়েছে ফাগুন। এভারগ্রীন একাডেমির বসন্ত বরণে পালন করে ফাগুনের প্রথম দিন। ছোট্ট সোনামনি ও তাদের অভিভাবকরা মেতে উঠে বসন্ত বরণ উৎসবে। তাদের আনন্দ উচ্ছ¡াসে মুখরিত হয় একাডেমি প্রাঙ্গণ। এ যেন মাতঙ্গী মেতেছে আজ বসন্ত বরণে। কন্ঠে কন্ঠে বসন্ত বন্দনার গান। আহা আজি এ বসন্তে…। মধুর বসন্ত এসেছে, মধুর মিলন ঘটাতে। আজ সবাই গেছে বনে। আজি বসন্ত জাগ্রত দ্বারে..। সুর ছন্দের তালে তালে আবেশ ছড়িয়ে পড়ে পুরো অনুষ্ঠানে।
বুধবার (১৩ ফেব্রæয়ারি) সকালে সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ এভারগ্রীন একাডেমি প্রাঙ্গণে বসন্ত বরণ উৎসব সম্পন্ন করা হয়।।
একাডেমির অধ্যক্ষ লতিফা বেগমের সভাপতিত্বে এসময় অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান পাপ্পু, দৈনিক সমকালের সাংবাদিক ইউসুফ আলী, একাডেমির সহকারী শিক্ষক মুনির হোসেন, রহিমা খাতুন, পাপিয়া খাতুন, রুমা পাল, সাহেদ আক্তার মনি, রেহানা আক্তার, রীনা দে, ফৌজিয়া বেগম, শিশু শিল্পী প্রত্যাশা চৌধুর শ্যামা সহ অভিভাবকবৃন্দ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd