সিলেট ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : সাদা পোশাকে তিন যুবককে তুলে নিয়ে মুক্তিপন দাবির অভিযোগে গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশ অভিযুক্ত ওই দুই পুলিশ কর্মকর্তারে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন কালিয়াকৈর থানায় কর্মরত সহকারি উপপরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ আল মামুন ও মির্জাপুর থানায় কর্মরত (এএসআই) মোশরাফিকুর রহমান। শুক্রবার বেলা বারটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন মজুমদার নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরনে প্রকাশ গত বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলা সূত্রাপুর এলাকার শিলাবৃষ্টি সিএনজি ফিলিং স্টেশনে গাড়িতে গ্যাস নেয়ার সময় অভিযুক্ত ওই দুই পুলিশ কর্মকর্তা সাদা পোশাকে মাদক থাকার অভিযোগে তিন যুবককে তুলে নেয়। পরে তাদের নিকট ৩০ লাখ টাকা মুক্তিপন দাবি করেন।
টাঙ্গাইল ও গাজীপুর পুলিশ সুপার প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পেয়ে বৃহস্পতিবার রাতে ওই দুই পুলিশ কর্মকর্তাকে গাজীপুর ও টাঙ্গাইল পুলিশ লাইনে প্রত্যাহার করেন। আর ভুক্তভোগী তিন যুবককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে শুক্রবার বেলা তিনটায় গ্রেপ্তারকৃতদের সম্পর্কে গাজিপুর পুলিশ সুপার শামসুন্নাহার প্রেসব্রিফিং করবেন বলে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন মজুমদার জানিয়েছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd