সিলেট ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৯
সিলেট :: কোম্পানীগঞ্জে গত ১৫ দিন থেকে নিখোঁজ রয়েছে মোছা. কিনিয়াতুল জান্নাত লিজা (১৪) নামের কিশোরী। সে সিলেটের জকিগঞ্জ উপজেলার নোয়াগ্রামের মৃত আছাদ উদ্দিনের মেয়ে। নিখোঁজ লিজা কোম্পানীগঞ্জের ডাকঘর গ্রামে তার মায়ের সাথে ভাড়া বাসায় থাকতো।
গত ২০ জানুয়ারি লিজা তার বাসা থেকে স্থানীয় টুকের বাজার আল আমিনের ভাড়াটে খালু আব্দুস সহিদের বাসায় যায়। ওই দিন বিকাল ৫টায় খালু আব্দুস সহিদের বাসা থেকে বের হয়ে সে আর তার মায়ের কাছে ফিরেনি। পরদিন ২১ জানুয়ারি লিজার মা রাছনা বেগম আব্দুস সহিদকে ফোন করে তার মেয়ের কথা জানতে চাইলে আব্দুস সহিদ তার মাকে জানান, ২০ জানুয়ারী বিকাল অনুমান ৫টায় তার বাসা থেকে লিজা চলে যায়। তারপর থেকে সম্ভাব্য সকল স্থানে ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজেও লিজার কোনো সন্ধান না পাওয়ায় তার মা রাছনা বেগম গত ২৩ জানুয়ারি কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) করেন। যার নং- ৮৮৭।
নিখোঁজের দিন লিজার গায়ে বেগুনী রঙের সেলোয়ার কামিজ ও ওড়না ছিল। তাহার গায়ের রং উজ্জ্বল শ্যামলা। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। এ ব্যাপারে কোনো ব্যক্তি লিজার সন্ধান পেলে ০১৭৩২৭৭৭১১৩ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন লিজার মা রাছনা বেগম। বিজ্ঞপ্তি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd