সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৯
স্টাফ রিপোর্টার :: খাদিমনগর পাঠানগাঁওয়ে হযরত শাহ মাদার (র:) মাজার পরিচালনা কমিটি গঠিত হয়েছে। গতকাল (১৮/০১/১৯) শুক্রবার সকালে মাজার প্রাঙ্গণে সর্বসম্মতিক্রমে ৪০ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
পরিচালনা কমিটিটির দায়িত্বশীলরা হচ্ছেন- সভাপতি মো: তুরু খাঁ, সহ-সভাপতি আজির উদ্দিন, সাধারণ সম্পাদক রহিম খান, কোষাধ্যক্ষ হবিব মিয়া, মাজার কমিটির মোত্তয়ালী সুকুর খাঁ ও খাদেমদার আফতাব আলী।
সদস্য- আনা মিয়া, মোশাহিদ আলী, ইন্তাজ আলী, রকি মিয়া, আরিফ আলী, সাবুদ্দিন, তাজ উদ্দিন, কালা মিয়া, মতিন খাঁ, ছয়ফুল, আতাফুল, ছমির, ছয়দুলাহ, আব্দুর রহিম খান, আউয়াল, রকিব আলী, ফারুক মিয়া, রজব, হেলাল, নুর মিয়া, বাবুল মিয়া, মজনু, নাজিম, কাদির, আলমাছ, আল মামুন, হারুন, হিরন, ইলিয়াস আলী, আরিফ উদ্দিন, তাজ উদ্দিন-২, দুলাল, রাজন মিয়া ও নাসির উদ্দিন প্রমুখ।
সভা থেকে আগামী ১৩ মাঘ ২৬ জানুয়ারী শনিবার মাজারের ওরস সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সিদ্ধান্ত গৃহিত হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd