খাদিমনগর পাঠানগাঁওয়ে হযরত শাহ মাদার (র:) মাজার পরিচালনা কমিটি গঠন

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৯

খাদিমনগর পাঠানগাঁওয়ে হযরত শাহ মাদার (র:) মাজার পরিচালনা কমিটি গঠন

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার :: খাদিমনগর পাঠানগাঁওয়ে হযরত শাহ মাদার (র:) মাজার পরিচালনা কমিটি গঠিত হয়েছে। গতকাল (১৮/০১/১৯) শুক্রবার সকালে মাজার প্রাঙ্গণে সর্বসম্মতিক্রমে ৪০ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

Manual7 Ad Code

পরিচালনা কমিটিটির দায়িত্বশীলরা হচ্ছেন- সভাপতি মো: তুরু খাঁ, সহ-সভাপতি আজির উদ্দিন, সাধারণ সম্পাদক রহিম খান, কোষাধ্যক্ষ হবিব মিয়া, মাজার কমিটির মোত্তয়াল­ী সুকুর খাঁ ও খাদেমদার আফতাব আলী।

সদস্য- আনা মিয়া, মোশাহিদ আলী, ইন্তাজ আলী, রকি মিয়া, আরিফ আলী, সাবুদ্দিন, তাজ উদ্দিন, কালা মিয়া, মতিন খাঁ, ছয়ফুল, আতাফুল, ছমির, ছয়দুল­াহ, আব্দুর রহিম খান, আউয়াল, রকিব আলী, ফারুক মিয়া, রজব, হেলাল, নুর মিয়া, বাবুল মিয়া, মজনু, নাজিম, কাদির, আলমাছ, আল মামুন, হারুন, হিরন, ইলিয়াস আলী, আরিফ উদ্দিন, তাজ উদ্দিন-২, দুলাল, রাজন মিয়া ও নাসির উদ্দিন প্রমুখ।

Manual5 Ad Code

সভা থেকে আগামী ১৩ মাঘ ২৬ জানুয়ারী শনিবার মাজারের ওরস সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সিদ্ধান্ত গৃহিত হয়।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..