তাহিরপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের উৎবেগ আর উৎকণ্ঠা শেষ হবে কবে?

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯

তাহিরপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের উৎবেগ আর উৎকণ্ঠা শেষ হবে কবে?

Manual7 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: উৎবেগ আর উৎকণ্ঠার সময় পার করছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক পদে ৫৭জন পদ প্রার্থীদের মাঝে। জাতীয় নির্বাচনের পূর্বে কমিটি গঠনের কথা থাকলেও তা আর হয়ে উঠেনি। তাই জাতীয় নির্বাচনে প্রচার-প্রচারনায় ব্যাপক আলোচনায় ছিল পদ প্রার্থী ছাত্রলীগ নেতাগন। নির্বাচনের পর এরই মধ্যে দৌড় ঝাঁপ করছেন নিজ নিজ বলয়ের জেলা ও কেন্দ্রীয় র্শীষ নেতাদের সাথে। কবে ঘোষনা হবে সভাপতি ও সাধারন সম্পাদকসহ অন্যান পদ গুলোর পদ প্রার্থীদের নাম। এই আশায় সময় পার করছে আর খোঁজ খবর রাখছেন র্শীষ নেতাদের কাছের মানুষদের কাছ থেকে নিজেদের কাংখিত পদ পাওয়া না পাওয়া নি। আর না পেলে কি ভাবে কি করলে পদ পাওয়া যাবে কাংখিত পদটি এই ভাবনায় দিশেহারা নেতাকর্মীরা। সকল দুচিন্তার অবসান ঘটাতে দ্রæত সিদ্ধান্ত নেবার দাবী জানান উপজেলার নেতাকর্মীরা।

Manual1 Ad Code

জানাযায়,এ উপজেলার আ,লীগের কয়েকটি গ্রæপ রয়েছে। তারা নিজের বলয়ের ছাত্রলীগ নেতাকর্মীদের সভাপতি ও সাধারন সম্পাদকের পদ আনার চেষ্টায় লিপ্ত রয়েছে। তারাই শুরু করেছে নিজ নিজ অবস্থান ও বিভিন্ন মাধ্যমে নিজের বলয়ের লোক দিয়ে কাংখিত পদটি আনতে দৌড়ঝাপ। জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ সবাই অপেক্ষায় স্থানীয় এমপি ও জেলার র্শীষ নেতৃবৃন্ধের সাথে কথা বলে এবিষয়ে সবার সাথে আলোচনার মাধ্যমে নাম নির্ধারন করা হবে। পরে তা ঘোষনা দিয়ে সবাই কে জানানো হবে।

Manual4 Ad Code

একাধিক সূত্রে আরো জানাযায়,গত বছরের ২৫জুন এর পূর্বে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক পক্ষ থেকে জীবন বৃত্তান্ত আহবান করা হয়। ২৫-৩০জুন পর্যন্ত তাহিরপুর উপজেলা থেকে সভাপতি পদে-তাবারক হোসেন,ইয়াসির আরাফাত অপু তালুকদার,সায়েম তালুকদার,এস কে সুলেমান প্রমুখ ও সাধারন সম্পাদক পদে-আশরাউজ্জামান ইমন,দীমান চন্দ্র,নাজির হোসেন,আশারাফুল ইসলাম,মবিনুর মিয়া,প্রথিক হাসান নবী প্রমুখসহ দুই পদে মোট ৫৭জন নেতাকর্মীর জীবন বৃত্তান্ত পৃথক পৃথক ভাবে জমা দিয়েছেন। সেগুলো এখন জেলা ছাত্রলীগের সভাপতি দীপনকর কান্তি দে ও সাধারন সম্পাদক আশিকুর রহমানের হাতে।

Manual1 Ad Code

তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা তাবারক হোসাইন(সভাপতি পদপার্থী)বলেন,দলের জন্য র্দীঘ দিন ধরে কাজ করায় জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্ধ আমার কাজের মূল্যায়ন করবেন। আর আশা করি খুব দ্রæতই কমিটি দিয়ে গুরুত্বপূর্ন দুই পদের নামসহ অন্যান্য পদের নাম ঘোষনা করে ছাত্রলীগকে আরো গতিময় করবেন কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের সুযোগ্য সভাপতি ও সাধারন সম্পাদকগন।

Manual8 Ad Code

তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফত অপু তালুকদার(সভাপতি পদপ্রার্থী)বলেন,আশা করি নেতৃবৃন্ধ আমার যোগ্যতা,দক্ষতা ও কাজের মূল্যায়ন করবেন।জন্ম সূত্রেই বড় হয়েছি আ,লীগ পরিবারে তাই জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরন আর প্রধানমন্ত্রীর শেখ হাসিনার লক্ষ্য,উদ্দেশ্য,উন্নয়ন প্রচার করে ও জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছি। আর দলের স্বার্থে মৃত্যুর পূর্ব মুর্হুত পর্যন্ত কাজ করে যাচ্ছি।

সাধারন সম্পাদক পদ প্রার্থী আশরাউজ্জামান ইমন বলেন,আমার পরিবার আ,লীগ পরিবার। দলের জন্য আমার পরিবার কতটা নিবেদিত প্রান তা সবাই জানে। আমার বিশ্বাস নেতৃবৃন্ধ সব কিছু যাচাই বাছাই করেই আমাকে মূল্যায়ন করবেন।

সাধারন সম্পাদক পদ প্রার্থী উপজেলা ছাত্রলীগ নেতা ধীমান চন্দ্র জানান,প্রধানমন্ত্রীর শেখ হাসিনার লক্ষ্য,উদ্দেশ্য,উন্নয়ন প্রচার করে ও জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছি। আমি আমার যোগ্যতার যোগ্য সম্মান পাব নেতৃবৃন্ধের কাছে। আমি বিশাস করি জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্ধ দক্ষ,বিচক্ষন ও জ্ঞানী। তারা সঠিক ভাবেই সঠিক নিদ্ধান্ত নিয়ে যোগ্য ব্যাক্তির হাতেই গুরুত্বপূর্ন দায়িত্ব অপর্ন করবেন। যাতে করে ছাত্রলীগ আগামী দিনে দলের জন্য গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।

জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিকুর রহমান বলেন,সবার সাথে আলোচনা করেই খুব শীর্ঘই দলের স্বার্থে নিবেদিত নেতাকর্মীদের মধ্যে গুরুত্বপূর্ন পদ দেওয়া হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..