যৌন নিপীড়নের দায়ে শাবির শিক্ষক চাকরিচ্যুত

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৮

যৌন নিপীড়নের দায়ে শাবির শিক্ষক চাকরিচ্যুত

Manual2 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের দায়ে বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক প্লাবন চন্দ্র সাহাকে চাকরিচ্যুত করা হয়েছে।

Manual2 Ad Code

শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২১১তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ সিন্ডিকেটের সভাপতিত্ব করেন। প্লাবন চন্দ্র সাহার চাকরিচ্যুতির বিষয়টি একাধিক সিন্ডিকেট সদস্য নিশ্চিত করেন।

সিন্ডিকেটের একাধিক সদস্য জানান, বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের এক শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে এর আগে ১৫ অক্টোবর ২১০তম সিন্ডিকেট সভায় প্লাবন সাহাকে সহকারী প্রক্টর থেকে অব্যাহতি দেয়া হয়। পরে বিষয়টি বিস্তর তদন্তের নির্দেশ দেয়া হয়। তদন্ত সাপেক্ষে বিষয়টি প্রমাণিত হওয়ায় শনিবার ২১১ তম সিন্ডিকেটে তাকে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হয়। সিন্ডিকেট সভার সম্পন্ন হওয়ার পর থেকেই এটি কার্যকর হবে বলে জানান সিন্ডিকেট সূত্র।

Manual4 Ad Code

এছাড়া স্বাক্ষর জালিয়াতির কারণে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ সরকার আগামী ৪ বছরের জন্য প্রমোশন নিতে পারবেন না বলে সিন্ডিকেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিশ্ববিদ্যালয়ের ড্রাইভার মো. জিলাল উদ্দিন ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের এমএলএসএস নজরুল ইসলামকে চাকুরিচ্যুত করার সিদ্ধান্ত নেয়া হয় এ সিন্ডিকেটে।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..